Ajker Patrika

এক সপ্তাহে চারবার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করল উত্তর কোরিয়া

আপডেট : ০১ অক্টোবর ২০২২, ১৩: ০৩
এক সপ্তাহে চারবার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করল উত্তর কোরিয়া

চলতি সপ্তাহে চতুর্থবারের মতো পরীক্ষামূলকভাবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, পিয়ংইয়ংকে প্রতিহত করতে সিউল, টোকিও ও ওয়াশিংটনের যৌথ সামরিক মহড়ার জেরে আজ শনিবার ভোরে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া।

যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার নৌবাহিনী কোরীয় উপদ্বীপের জলসীমায় বড় আকারের মহড়া চালানোর কয়েক দিন পরে গতকাল শুক্রবার পাঁচ বছরের মধ্যে প্রথমবারের মতো দক্ষিণ কোরিয়া, জাপান এবং যুক্তরাষ্ট্র সাবমেরিন প্রতিহত করার যৌথ মহড়ায় অংশ নেয় বলে জানা গেছে।

দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী আরও জানিয়েছে, পিয়ংইয়ংয়ের সুনান এলাকা থেকে ভোর ৬টা ৪৫ মিনিট থেকে সকাল ৭টা ৩ মিনিটের মধ্যে পূর্ব সাগরের দিকে ছোড়া দুটি স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে তারা। উল্লেখ্য, ওই জলসীমা জাপান সাগর নামেও পরিচিত।

এই ঘটনাকে ‘চরম উসকানিমূলক’ দাবি করে সিউলের জয়েন্ট চিফ অব স্টাফ এক বিবৃতিতে বলেছেন, ক্ষেপণাস্ত্রটি ঘণ্টায় প্রায় সাড়ে ৭ হাজার কিলোমিটার বেগে প্রায় ৩৫০ কিলোমিটার পর্যন্ত উড্ডয়ন করতে সক্ষম।

ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের বিষয়টি নিশ্চিত করে টোকিও জানিয়েছে, ক্ষেপণাস্ত্র দুটি জাপানের অর্থনৈতিক অঞ্চলের বাইরে অবতরণ করেছে। জাপানের উপ-প্রতিরক্ষামন্ত্রী তোশিরো ইনো বলেছেন, ক্ষেপণাস্ত্রগুলো অনিয়মিত গতিপথে উড়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে গত বৃহস্পতিবার মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের দক্ষিণ কোরিয়া সফর শেষে সিউল ছাড়ার কয়েক ঘণ্টা পরই দুটি স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছিল উত্তর কোরিয়া।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লাহোরে পাল্টা আঘাত হেনে পাকিস্তানকে জবাব দিল ভারত

পাকিস্তানের চীনা জে-১০ দিয়ে ভারতের রাফাল যুদ্ধবিমান ধ্বংস, যুক্তরাষ্ট্রের কড়া নজরে এই টক্বর

আবদুল হামিদের দেশত্যাগে এবার কিশোরগঞ্জের এসপি প্রত্যাহার

একটি দলের ওপর ভরসার বিনিময়ে পেয়েছি অশ্বডিম্ব: মাহফুজ আলম

শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী উল্লেখ করে সংবাদ, খুলনায় পত্রিকা অফিসে আগুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত