Ajker Patrika

ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

আপডেট : ১৪ অক্টোবর ২০২২, ১৪: ৪৭
ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

একের পর এক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে চলেছে উত্তর কোরিয়া। শুক্রবার (১৪ অক্টোবর) দেশটির পূর্ব উপকূল থেকে সমুদ্রে একটি স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী এমনটা জানিয়েছে।

কোরীয় উপদ্বীপে চলমান উত্তেজনার মধ্যে পারমাণবিক ক্ষমতাধর এই দেশের ধারাবাহিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের মধ্যে এটি সর্বশেষ। এ ছাড়া দক্ষিণ কোরিয়ার সীমান্তের কাছে একসঙ্গে প্রায় ১০টি সামরিক উড়োজাহাজ উড়তে দেখা যায় এবং পূর্ব ও পশ্চিম উপকূল থেকে সমুদ্রের বাফার জোনে প্রায় ১৭০ রাউন্ড আর্টিলারি নিক্ষেপ করে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফের বরাতে এ তথ্য জানায় বার্তা সংস্থা রয়টার্স। 

এদিকে নতুন করে উত্তেজনা বৃদ্ধির জন্য উত্তর কোরিয়ার নিন্দা করেছে দক্ষিণ কোরিয়ার জাতীয় নিরাপত্তা কাউন্সিল। পিয়ংইয়ংয়ের সাম্প্রতিক পদক্ষেপকে ২০১৮ সালের দ্বিপক্ষীয় সামরিক চুক্তির লঙ্ঘন বলে উল্লেখ করেছে দেশটি। ওই চুক্তি অনুযায়ী সীমান্তে ‘শত্রুতামূলক কর্মকাণ্ড’ নিষিদ্ধ করা হয়। 

উদ্ভূত পরিস্থিতিতে গত প্রায় পাঁচ বছরের মধ্যে পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে প্রথম একতরফা নিষেধাজ্ঞা আরোপ করেছে সিউল। এতে ক্ষেপণাস্ত্র উন্নয়নে সংশ্লিষ্ট উত্তর কোরিয়ার ১৫ ব্যক্তি ও ১৬টি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করেছে দেশটি। 

এর আগে বুধবার (১২ অক্টোবর) দুটি দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের দাবি করে পিয়ংইয়ং। ক্ষেপণাস্ত্রের এসব সফল পরীক্ষা উত্তর কোরিয়াকে আরও শক্তিশালী করবে বলে প্রশংসা করেন দেশটির নেতা কিম জং উন। 

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ জানায়, বুধবার পরীক্ষা চালানো ক্ষেপণাস্ত্রটি কৌশলগত পরমাণু অস্ত্র বহনযোগ্য হওয়ায় কোরিয়ান পিপলস আর্মির সক্ষমতা আরও বাড়াবে বলে মনে করা হচ্ছে। ক্রুজ ক্ষেপণাস্ত্রগুলো ২ হাজার কিলোমিটার আকাশপথ পাড়ি দিয়ে দূরে সাগরে গিয়ে পড়ে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আন্দালিব রহমান পার্থর স্ত্রীকে বিদেশ যেতে বাধা

‘মেয়েরা যেন আমার মরা মুখ না দেখে’, চিরকুট লিখে ঠিকাদারের ‘আত্মহত্যা’

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত