বাঁকখালী নদীর তীর থেকে আরও ১৫০ স্থাপনা উচ্ছেদ
কক্সবাজার শহরের বাঁকখালী নদীর তীর থেকে আরও ১৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। আজ বুধবার জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ, পরিবেশ অধিদপ্তর, বন বিভাগ, বিআইডব্লিউটিএ ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে এ অভিযান পরিচালনা করা হয়।