দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি।
কুমিল্লার দেবিদ্বারে এক অসহায় কৃষক পরিবারের ঘর গুঁড়িয়ে তাঁদের উচ্ছেদ করার অভিযোগ উঠেছে। ঘরবাড়ি ও সহায় সম্বল হারিয়ে গত দুই সপ্তাহ ধরে এক প্রতিবেশীর বাড়িতে আশ্রয় নিয়েছে অসহায় পরিবারটি। এ ঘটনায় গত শুক্রবার দুপুরে ভুক্তভোগী কৃষক খলিলুর রহমানের স্ত্রী সাদিয়া আফরিন আমেনা বাদী হয়ে মারধর, ভাঙচুরের অভিযোগে দেবিদ্বার থানায় একটি মামলা দায়ের করেছেন।
কৃষক মো. খলিলুর রহমান রাজামেহার ইউনিয়নের বড় সোনাকান্দা গ্রামের মৃত ইজ্জত আলীর ছেলে। মামলার আসামিরাও একই গ্রামের বাসিন্দা। তাঁরা হলেন, আবদুল মতিন, মো. সাদেক, মো. বিল্লাল হোসেন, মো. গিয়াস, মো. অলিউল্লাহ, সাজেদা বেগম, বিল্লাল হোসেন, মো. মনিরুল ইসলাম, মো. খোরশেদ আলম এবং মো. পারভেজ। মামলা ও মারধরের বিষয়টি নিশ্চিত করেছেন দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমল কৃষ্ণ ধর।
ভুক্তভোগী কৃষক খলিলুর রহমান বলেন, ‘গত ১৭ ফেব্রুয়ারি দুপুরে আমার বসতভিটা উচ্ছেদ করে আসামিরা। এ সময় আমি ও আমার স্ত্রী আমেনা বাধা দিলে মারধর করে বাড়ি থেকে বের করে দেয়। পরে জরুরি সেবা ৯৯৯ কল করে পুলিশের সাহায্য চাই। পুলিশ আসার আগেই ভিটেমাটি থেকে ঘরবাড়ি গুঁড়িয়ে পাশের একটি খালে ফেলে চলে যায়।’
কৃষক খলিলুর রহমান আরও বলেন, ‘আসামিরা আমার পৈতৃক ভিটায় বাড়ি বানাতে ইট নিয়ে আসে। মারধরে আমার স্ত্রীর হাত ভেঙে দেয়। আমরা যাতে এ ভিটেবাড়ি ছেড়ে চলে যাই একের পর এক হুমকি ধামকি দিচ্ছে, আমরা এখন নিরাপত্তাহীনতায় আছি। আমার পৈতৃক ভিটেমাটি ও মাথা গুজার ঠাঁইটুকু হারিয়ে দিশেহারা অবস্থায় ঘুরছি।
মামলার বাদী সাদিয়া আফরিন আমেনা বলেন, ‘তাঁরা প্রকাশ্যে আমাকে ও আমার স্বামীকে পিটিয়েছে। তাদের ভয়ে কেউ মুখ খুলতে সাহস পায় না। আমরা আতঙ্কে আছি। তারা আমার স্বামীর বাড়ি দখল করে আমাদের বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। গত দুই সপ্তাহ ধরে আমরা প্রতিবেশী নজরুলের বাড়িতে আছি। কিন্তু কোনো সমাধান পায়নি। আমি বাদী হয়ে থানায় দায়ের করেছি। মামলা হলেও কোনো আসামিকে গ্রেপ্তার করা হচ্ছে না।’
এ বিষয়ে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমল কৃষ্ণ ধর বলেন, মারধর, ভাঙচুরের অভিযোগে খলিলুর রহমানের স্ত্রী সাদিয়া আফরিন আমেনা ১০ জনের নাম উল্লেখপূর্বক এবং আরও ৭-৮ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
কুমিল্লার দেবিদ্বারে এক অসহায় কৃষক পরিবারের ঘর গুঁড়িয়ে তাঁদের উচ্ছেদ করার অভিযোগ উঠেছে। ঘরবাড়ি ও সহায় সম্বল হারিয়ে গত দুই সপ্তাহ ধরে এক প্রতিবেশীর বাড়িতে আশ্রয় নিয়েছে অসহায় পরিবারটি। এ ঘটনায় গত শুক্রবার দুপুরে ভুক্তভোগী কৃষক খলিলুর রহমানের স্ত্রী সাদিয়া আফরিন আমেনা বাদী হয়ে মারধর, ভাঙচুরের অভিযোগে দেবিদ্বার থানায় একটি মামলা দায়ের করেছেন।
কৃষক মো. খলিলুর রহমান রাজামেহার ইউনিয়নের বড় সোনাকান্দা গ্রামের মৃত ইজ্জত আলীর ছেলে। মামলার আসামিরাও একই গ্রামের বাসিন্দা। তাঁরা হলেন, আবদুল মতিন, মো. সাদেক, মো. বিল্লাল হোসেন, মো. গিয়াস, মো. অলিউল্লাহ, সাজেদা বেগম, বিল্লাল হোসেন, মো. মনিরুল ইসলাম, মো. খোরশেদ আলম এবং মো. পারভেজ। মামলা ও মারধরের বিষয়টি নিশ্চিত করেছেন দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমল কৃষ্ণ ধর।
ভুক্তভোগী কৃষক খলিলুর রহমান বলেন, ‘গত ১৭ ফেব্রুয়ারি দুপুরে আমার বসতভিটা উচ্ছেদ করে আসামিরা। এ সময় আমি ও আমার স্ত্রী আমেনা বাধা দিলে মারধর করে বাড়ি থেকে বের করে দেয়। পরে জরুরি সেবা ৯৯৯ কল করে পুলিশের সাহায্য চাই। পুলিশ আসার আগেই ভিটেমাটি থেকে ঘরবাড়ি গুঁড়িয়ে পাশের একটি খালে ফেলে চলে যায়।’
কৃষক খলিলুর রহমান আরও বলেন, ‘আসামিরা আমার পৈতৃক ভিটায় বাড়ি বানাতে ইট নিয়ে আসে। মারধরে আমার স্ত্রীর হাত ভেঙে দেয়। আমরা যাতে এ ভিটেবাড়ি ছেড়ে চলে যাই একের পর এক হুমকি ধামকি দিচ্ছে, আমরা এখন নিরাপত্তাহীনতায় আছি। আমার পৈতৃক ভিটেমাটি ও মাথা গুজার ঠাঁইটুকু হারিয়ে দিশেহারা অবস্থায় ঘুরছি।
মামলার বাদী সাদিয়া আফরিন আমেনা বলেন, ‘তাঁরা প্রকাশ্যে আমাকে ও আমার স্বামীকে পিটিয়েছে। তাদের ভয়ে কেউ মুখ খুলতে সাহস পায় না। আমরা আতঙ্কে আছি। তারা আমার স্বামীর বাড়ি দখল করে আমাদের বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। গত দুই সপ্তাহ ধরে আমরা প্রতিবেশী নজরুলের বাড়িতে আছি। কিন্তু কোনো সমাধান পায়নি। আমি বাদী হয়ে থানায় দায়ের করেছি। মামলা হলেও কোনো আসামিকে গ্রেপ্তার করা হচ্ছে না।’
এ বিষয়ে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমল কৃষ্ণ ধর বলেন, মারধর, ভাঙচুরের অভিযোগে খলিলুর রহমানের স্ত্রী সাদিয়া আফরিন আমেনা ১০ জনের নাম উল্লেখপূর্বক এবং আরও ৭-৮ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীতে টর্নেডো সৃষ্টি হয়ে পানি আকাশে উঠে যাওয়ার ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার বিকেলের দিকে উপজেলার মরিচা ইউনিয়নের কোলদিয়াড় এলাকায় পদ্মা নদীতে এ ঘটনা ঘটে। ইতিমধ্যে এ দৃশ্যের বেশ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া...
৪ মিনিট আগে২০০৭ সালে আমান দম্পতির বিরুদ্ধে মামলা করে দুদক। ওই বছরের ২১ জুন রায় দেন বিচারিক আদালত। রায়ে আমানকে ১৩ বছরের ও তাঁর স্ত্রীকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়। পরে রায়ের বিরুদ্ধে তাঁরা হাইকোর্টে আপিল করেন। ২০১০ সালে হাইকোর্ট তাঁদের খালাস দেন। পরবর্তীতে দুদক আপিল করলে ২০১৪ সালে হাইকোর্টের দেওয়া রায় বাতিল কর
৮ মিনিট আগেগাজীপুর মহানগরীর পূবাইলে ধর্ষণের অভিযোগে মসজিদের এক ইমামকে গত ২০ এপ্রিল সকালে গণপিটুনি দেন স্থানীয়রা। পরে পুলিশ ইমামকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। ধর্ষণের ঘটনায় তার বিরুদ্ধে মামলা হলে পুলিশ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। কারাগারে অসুস্থ হয়ে ওই ইমামের মৃত্যু হয়। ইমামের এই মৃত্যুকে পরিকল্পিত...
১২ মিনিট আগেসহপাঠীদের থেকে জানা যায়, বিকেলে এক যুবক ওই শিক্ষার্থীকে মেস থেকে উদ্ধার করে প্রথমে ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট এবং পরে মিটফোর্ড হাসপাতালে নিয়ে যান। সন্দেহজনক হওয়ায় তাঁকে সূত্রাপুর থানায় পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তাঁর নাম ইয়াসিন মজুমদার।
১ ঘণ্টা আগে