Ajker Patrika

দেবিদ্বারে ঘর গুঁড়িয়ে উচ্ছেদ, প্রতিবেশীর বাড়িতে দম্পতির আশ্রয় 

দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি। 
দেবিদ্বারে ঘর গুঁড়িয়ে উচ্ছেদ, প্রতিবেশীর বাড়িতে দম্পতির আশ্রয় 

কুমিল্লার দেবিদ্বারে এক অসহায় কৃষক পরিবারের ঘর গুঁড়িয়ে তাঁদের উচ্ছেদ করার অভিযোগ উঠেছে। ঘরবাড়ি ও সহায় সম্বল হারিয়ে গত দুই সপ্তাহ ধরে এক প্রতিবেশীর বাড়িতে আশ্রয় নিয়েছে অসহায় পরিবারটি। এ ঘটনায় গত শুক্রবার দুপুরে ভুক্তভোগী কৃষক খলিলুর রহমানের স্ত্রী সাদিয়া আফরিন আমেনা বাদী হয়ে মারধর, ভাঙচুরের অভিযোগে দেবিদ্বার থানায় একটি মামলা দায়ের করেছেন। 

কৃষক মো. খলিলুর রহমান রাজামেহার ইউনিয়নের বড় সোনাকান্দা গ্রামের মৃত ইজ্জত আলীর ছেলে। মামলার আসামিরাও একই গ্রামের বাসিন্দা। তাঁরা হলেন, আবদুল মতিন, মো. সাদেক, মো. বিল্লাল হোসেন, মো. গিয়াস, মো. অলিউল্লাহ, সাজেদা বেগম, বিল্লাল হোসেন, মো. মনিরুল ইসলাম, মো. খোরশেদ আলম এবং মো. পারভেজ। মামলা ও মারধরের বিষয়টি নিশ্চিত করেছেন দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমল কৃষ্ণ ধর। 

ভুক্তভোগী কৃষক খলিলুর রহমান বলেন, ‘গত ১৭ ফেব্রুয়ারি দুপুরে আমার বসতভিটা উচ্ছেদ করে আসামিরা। এ সময় আমি ও আমার স্ত্রী আমেনা বাধা দিলে মারধর করে বাড়ি থেকে বের করে দেয়। পরে জরুরি সেবা ৯৯৯ কল করে পুলিশের সাহায্য চাই। পুলিশ আসার আগেই ভিটেমাটি থেকে ঘরবাড়ি গুঁড়িয়ে পাশের একটি খালে ফেলে চলে যায়।’ 

কৃষক খলিলুর রহমান আরও বলেন, ‘আসামিরা আমার পৈতৃক ভিটায় বাড়ি বানাতে ইট নিয়ে আসে। মারধরে আমার স্ত্রীর হাত ভেঙে দেয়। আমরা যাতে এ ভিটেবাড়ি ছেড়ে চলে যাই একের পর এক হুমকি ধামকি দিচ্ছে, আমরা এখন নিরাপত্তাহীনতায় আছি। আমার পৈতৃক ভিটেমাটি ও মাথা গুজার ঠাঁইটুকু হারিয়ে দিশেহারা অবস্থায় ঘুরছি।

মামলার বাদী সাদিয়া আফরিন আমেনা বলেন, ‘তাঁরা প্রকাশ্যে আমাকে ও আমার স্বামীকে পিটিয়েছে। তাদের ভয়ে কেউ মুখ খুলতে সাহস পায় না। আমরা আতঙ্কে আছি। তারা আমার স্বামীর বাড়ি দখল করে আমাদের বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। গত দুই সপ্তাহ ধরে আমরা প্রতিবেশী নজরুলের বাড়িতে আছি। কিন্তু কোনো সমাধান পায়নি। আমি বাদী হয়ে থানায় দায়ের করেছি। মামলা হলেও কোনো আসামিকে গ্রেপ্তার করা হচ্ছে না।’ 

এ বিষয়ে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমল কৃষ্ণ ধর বলেন, মারধর, ভাঙচুরের অভিযোগে খলিলুর রহমানের স্ত্রী সাদিয়া আফরিন আমেনা ১০ জনের নাম উল্লেখপূর্বক এবং আরও ৭-৮ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প: ইউএনও-উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে শুনানি কাল

চীন–রাশিয়া থেকে ভারতকে দূরে রাখতে কয়েক দশকের মার্কিন প্রচেষ্টা ভেস্তে দিচ্ছেন ট্রাম্প: জন বোল্টন

‘হানি ট্র্যাপের’ ঘটনা ভিডিও করায় খুন হন সাংবাদিক তুহিন: পুলিশ

আটজন উপদেষ্টার ‘সীমাহীন’ দুর্নীতির প্রমাণ আছে: সাবেক সচিব

স্ত্রীকে মেরে ফেলেছি, আমাকে নিয়ে যান— ৯৯৯–এ স্বামীর ফোন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত