ঈশ্বরদী-ঢাকা রুটে নতুন ট্রেনের দাবিতে বিক্ষোভ
পাবনার ঈশ্বরদী রেল জংশন স্টেশন থেকে ঢাকার পথে অবিলম্বে নতুন ট্রেন চালু ও অন্যান্য ট্রেনে আসনসংখ্যা বাড়ানোর দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও সমাবেশ হয়েছে। ঈশ্বরদী বাজারের প্রধান ফটকের সামনে আজ বুধবার দুপুরে এসব কর্মসূচি পালন করা হয়। ঈশ্বরদীর সচেতন নাগরিকের ব্যানারে এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়।