Ajker Patrika

ঈশ্বরদীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
ঈশ্বরদীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

পাবনার ঈশ্বরদীতে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয়দের ধারণা বিদ্যুতায়িত হয়ে তাঁর মৃত্যু হয়েছে। 

আজ শুক্রবার সকালে উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের ভারইমারি দক্ষিণপাড়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

স্থানীয়রা জানায়, সম্ভবত বৈদ্যুতিক তারের সঙ্গে ওই ব্যক্তি বিদ্যুতায়িত হন। আজ সকাল ৭টার দিকে অজ্ঞাতনামা ওই ব্যক্তিকে মাটিতে পড়ে থাকতে দেখে ঈশ্বরদী থানা-পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ দুপুর ১২টা দিকে মরদেহটি উদ্ধার করে। 

ঈশ্বরদী থানার উপপরিদর্শক (এসআই) ইকবাল মাহমুদ জানান, স্থানীয়দের তথ্য মতে ওই ব্যক্তি একজন মানসিক ভারসাম্যহীন। তাঁর পরিচয় এখনো পাওয়া যায়নি। মরদেহের ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত