ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
পাবনার ঈশ্বরদী রেল জংশন স্টেশন থেকে ঢাকার পথে অবিলম্বে নতুন ট্রেন চালু ও অন্যান্য ট্রেনে আসনসংখ্যা বাড়ানোর দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও সমাবেশ হয়েছে। ঈশ্বরদী বাজারের প্রধান ফটকের সামনে আজ বুধবার দুপুরে এসব কর্মসূচি পালন করা হয়।
ঈশ্বরদীর সচেতন নাগরিকের ব্যানারে এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়। এ সময় বক্তারা ঈশ্বরদী-ঢাকার মধ্যে যাতায়াতের সুবিধার্থে ঈশ্বরদী স্টেশন থেকে অন্তত নতুন দুটি যাত্রীবাহী ট্রেন চালুর দাবি জানান।
কর্মসূচির আয়োজকেরা জানান, দীর্ঘদিন ধরে খুলনা থেকে ঈশ্বরদী হয়ে ঢাকার পথে বেনাপোল ও সুন্দরবন এক্সপ্রেস ট্রেন চলাচল করত। এখানকার হাজারো যাত্রী এই ট্রেনে ঢাকায় যাতায়াত করতেন। কিন্তু রেল কর্তৃপক্ষ পথ পরিবর্তন করে ট্রেন দুটি পদ্মা সেতু দিয়ে চালানোর জন্য ১ নভেম্বর থেকে ঈশ্বরদী লাইন বাতিল ঘোষণা করেছে।
এতে এই অঞ্চলের ট্রেনযাত্রীরা চরম দুর্ভোগে পড়তে যাচ্ছেন। এই অবস্থায় ঈশ্বরদী থেকে নতুন যাত্রীবাহী ট্রেন চালানোর দাবি জানান তাঁরা। দ্রুত তাঁদের দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে ঘোষণা দেওয়া হয়।
কর্মসূচিতে বক্তব্য দেন ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি মোস্তাক আহমেদ কিরণ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, সাবেক জাতীয় ফুটবলার সিরাজুল ইসলাম মোহন, সাংস্কৃতিক সংগঠক আতাউর রহমান বাবলু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মাসুদ রানা, প্রকৌশলী অঞ্জন রহমান, ওহিদুর রহমান ঝন্টু, কাউন্সিলর আমিনুর রহমান প্রমুখ। এরপর ঈশ্বরদী জংশন স্টেশন প্ল্যাটফর্মে বিক্ষোভ সমাবেশ হয়। এ সময় আমরা ঈশ্বরদীবাসীর পক্ষ থেকে বিক্ষোভ মিছিল হয়।
এ বিষয়ে কথা হলে পাকশী বিভাগীয় রেলওয়ের পরিবহন কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, ‘এসব বিষয়ে সিদ্ধান্ত রেলভবন নিয়েছে। আপাতত ঈশ্বরদী জংশন স্টেশন থেকে শুধু চিত্রা এক্সপ্রেস ট্রেন রয়েছে ঢাকা যাওয়ার জন্য। নতুন ট্রেন চালুর বিষয়েও সিদ্ধান্ত নেবে রেলভবন। এখানে আমাদের কিছু বলার নেই।’
পাবনার ঈশ্বরদী রেল জংশন স্টেশন থেকে ঢাকার পথে অবিলম্বে নতুন ট্রেন চালু ও অন্যান্য ট্রেনে আসনসংখ্যা বাড়ানোর দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও সমাবেশ হয়েছে। ঈশ্বরদী বাজারের প্রধান ফটকের সামনে আজ বুধবার দুপুরে এসব কর্মসূচি পালন করা হয়।
ঈশ্বরদীর সচেতন নাগরিকের ব্যানারে এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়। এ সময় বক্তারা ঈশ্বরদী-ঢাকার মধ্যে যাতায়াতের সুবিধার্থে ঈশ্বরদী স্টেশন থেকে অন্তত নতুন দুটি যাত্রীবাহী ট্রেন চালুর দাবি জানান।
কর্মসূচির আয়োজকেরা জানান, দীর্ঘদিন ধরে খুলনা থেকে ঈশ্বরদী হয়ে ঢাকার পথে বেনাপোল ও সুন্দরবন এক্সপ্রেস ট্রেন চলাচল করত। এখানকার হাজারো যাত্রী এই ট্রেনে ঢাকায় যাতায়াত করতেন। কিন্তু রেল কর্তৃপক্ষ পথ পরিবর্তন করে ট্রেন দুটি পদ্মা সেতু দিয়ে চালানোর জন্য ১ নভেম্বর থেকে ঈশ্বরদী লাইন বাতিল ঘোষণা করেছে।
এতে এই অঞ্চলের ট্রেনযাত্রীরা চরম দুর্ভোগে পড়তে যাচ্ছেন। এই অবস্থায় ঈশ্বরদী থেকে নতুন যাত্রীবাহী ট্রেন চালানোর দাবি জানান তাঁরা। দ্রুত তাঁদের দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে ঘোষণা দেওয়া হয়।
কর্মসূচিতে বক্তব্য দেন ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি মোস্তাক আহমেদ কিরণ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, সাবেক জাতীয় ফুটবলার সিরাজুল ইসলাম মোহন, সাংস্কৃতিক সংগঠক আতাউর রহমান বাবলু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মাসুদ রানা, প্রকৌশলী অঞ্জন রহমান, ওহিদুর রহমান ঝন্টু, কাউন্সিলর আমিনুর রহমান প্রমুখ। এরপর ঈশ্বরদী জংশন স্টেশন প্ল্যাটফর্মে বিক্ষোভ সমাবেশ হয়। এ সময় আমরা ঈশ্বরদীবাসীর পক্ষ থেকে বিক্ষোভ মিছিল হয়।
এ বিষয়ে কথা হলে পাকশী বিভাগীয় রেলওয়ের পরিবহন কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, ‘এসব বিষয়ে সিদ্ধান্ত রেলভবন নিয়েছে। আপাতত ঈশ্বরদী জংশন স্টেশন থেকে শুধু চিত্রা এক্সপ্রেস ট্রেন রয়েছে ঢাকা যাওয়ার জন্য। নতুন ট্রেন চালুর বিষয়েও সিদ্ধান্ত নেবে রেলভবন। এখানে আমাদের কিছু বলার নেই।’
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে এখন পর্যন্ত ৫ জন ভিপি (সহ-সভাপতি) পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বুধবার (১৩ আগস্ট) দ্বিতীয় দিনের মনোনয়নপত্র বিতরণের কার্যক্রম শেষে এক সংবাদ সম্মেলনে ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জসীম উদ্দিন এ তথ্য জানিয়েছেন।
৩ ঘণ্টা আগেঢাকা মহানগর পুলিশে কর্মরত সাব-ইন্সপেক্টরদের পেশাদারিত্ব, স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। বুধবার (১৩ আগস্ট) সকালে রাজারবাগস্থ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ডিএমপি কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
৩ ঘণ্টা আগেরাজধানীর আদাবরে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) ভোর ৪টার দিকে আদাবর থানাধীন সুনিবিড় হাউজিং নবদিগন্ত আদর্শ উচ্চ বিদ্যালয় সংলগ্ন বেড়িবাঁধ সড়কে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে তাকে গ্রেপ্তার করা হয়।
৩ ঘণ্টা আগেফেনী পুলিশ লাইনসে সহকর্মীর বঁটির কোপে মো. রহমত আলী (৫৪) নামের বিশেষ আনসারের এক সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত আরেক আনসার সদস্য আলী মনোয়ার হোসেনকে (৫৫) আটক করেছে পুলিশ। বুধবার (১৩ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে পুলিশ লাইনসের মেসে এ ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগে