নিজস্ব প্রতিবেদক, ঈশ্বরদী (পাবনা) থেকে
পাবনার রূপপুরে নির্মাণাধীন ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতার দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট (১ হাজার ২০০ মেগাওয়াট) আগামী বছরের সেপ্টেম্বরে উৎপাদনে আসার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার।
আজ বুধবার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রকল্প এলাকা ঘুরে সাংবাদিকদের এ কথা জানান রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রকল্প পরিচালক ড. শৌকত আকবর।
ড. শৌকত আকবর বলেন, ‘বিদ্যুৎকেন্দ্রটি উৎপাদনে আনার জন্য সরকারের অন্য সংস্থাগুলো একসঙ্গে কাজ করলে আমরা আশা করছি—আগামী বছরের সেপ্টেম্বরে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রকে জাতীয় গ্রিডের সঙ্গে যুক্ত করতে পারব।’
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পুরোপুরি বাস্তবায়ন হলে বাংলাদেশের সার্বিক অর্থনীতির চিত্র আমূল বদলে যাবে উল্লেখ করে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াসেফ ওসমান বলেন, ‘এই বিদ্যুৎকেন্দ্র উৎপাদনে এলে জাতীয় অর্থনীতিতে কমপক্ষে জিডিপিতে ২ শতাংশ অবদান রাখবে। আগামী এক থেকে দেড় বছরের মধ্যে এই বিদ্যুৎকেন্দ্র জাতীয় গ্রিডে যুক্ত হবে। এই বিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ যাবে উত্তরবঙ্গে।’
ইয়াসেফ ওসমান বলেন, ‘উত্তরবঙ্গে বিদ্যুৎ সরবরাহ করার জন্য এখন তেলসহ অন্যান্য জ্বালানি ব্যবহার করে যে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে, সেখানে দাম বেশি পড়ছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহের মাধ্যমে উত্তরবঙ্গে পিছিয়ে পড়া মানুষকে অর্থনীতির মূল স্রোতে নিয়ে আসতে আমরা চেষ্টা করছি। সেখানে নতুন করে শিল্প কলকারখানা গড়ে উঠবে।’
যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নিষেধাজ্ঞার কারণে রাশিয়ার অর্থায়নে নির্মাণাধীন এই পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দেনা পরিশোধে জটিলতা সৃষ্টি হয়। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ঋণের টাকা পরিশোধের জন্য রাশিয়ার পক্ষ থেকে দেশটির মুদ্রা রুবলে পরিশোধে চাপ দেওয়া হলেও বাংলাদেশ রুবল সংকটের কথা জানিয়ে অপারগতা প্রকাশ করে। পরে চীনা মুদ্রা ইউয়ানে এই বিদ্যুৎকেন্দ্রের ঋণ পরিশোধের কথা বলা হলেও যুক্তরাষ্ট্র থেকে বাধা আসে। রাশিয়াকে এই বিদ্যুৎকেন্দ্রের ঋণের টাকা পরিশোধে সৃষ্টি হয় নতুন জটিলতা।
এ বিষয়ে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী বলেন, ‘পেমেন্ট ইস্যুতে সারা দুনিয়ায় সমস্যা তৈরি হচ্ছে। আমরা তো দুনিয়া থেকে আলাদা না। বাট এনি ওয়ে পেমেন্ট ইস্যুর সমস্যাটা সমাধান করার জন্য নানাভাবে চেষ্টা করা হচ্ছে। পেমেন্টের সমস্যাটা সমাধান হয়ে যাবে।’
পাবনার রূপপুরে নির্মাণাধীন ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতার দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট (১ হাজার ২০০ মেগাওয়াট) আগামী বছরের সেপ্টেম্বরে উৎপাদনে আসার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার।
আজ বুধবার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রকল্প এলাকা ঘুরে সাংবাদিকদের এ কথা জানান রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রকল্প পরিচালক ড. শৌকত আকবর।
ড. শৌকত আকবর বলেন, ‘বিদ্যুৎকেন্দ্রটি উৎপাদনে আনার জন্য সরকারের অন্য সংস্থাগুলো একসঙ্গে কাজ করলে আমরা আশা করছি—আগামী বছরের সেপ্টেম্বরে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রকে জাতীয় গ্রিডের সঙ্গে যুক্ত করতে পারব।’
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পুরোপুরি বাস্তবায়ন হলে বাংলাদেশের সার্বিক অর্থনীতির চিত্র আমূল বদলে যাবে উল্লেখ করে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াসেফ ওসমান বলেন, ‘এই বিদ্যুৎকেন্দ্র উৎপাদনে এলে জাতীয় অর্থনীতিতে কমপক্ষে জিডিপিতে ২ শতাংশ অবদান রাখবে। আগামী এক থেকে দেড় বছরের মধ্যে এই বিদ্যুৎকেন্দ্র জাতীয় গ্রিডে যুক্ত হবে। এই বিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ যাবে উত্তরবঙ্গে।’
ইয়াসেফ ওসমান বলেন, ‘উত্তরবঙ্গে বিদ্যুৎ সরবরাহ করার জন্য এখন তেলসহ অন্যান্য জ্বালানি ব্যবহার করে যে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে, সেখানে দাম বেশি পড়ছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহের মাধ্যমে উত্তরবঙ্গে পিছিয়ে পড়া মানুষকে অর্থনীতির মূল স্রোতে নিয়ে আসতে আমরা চেষ্টা করছি। সেখানে নতুন করে শিল্প কলকারখানা গড়ে উঠবে।’
যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নিষেধাজ্ঞার কারণে রাশিয়ার অর্থায়নে নির্মাণাধীন এই পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দেনা পরিশোধে জটিলতা সৃষ্টি হয়। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ঋণের টাকা পরিশোধের জন্য রাশিয়ার পক্ষ থেকে দেশটির মুদ্রা রুবলে পরিশোধে চাপ দেওয়া হলেও বাংলাদেশ রুবল সংকটের কথা জানিয়ে অপারগতা প্রকাশ করে। পরে চীনা মুদ্রা ইউয়ানে এই বিদ্যুৎকেন্দ্রের ঋণ পরিশোধের কথা বলা হলেও যুক্তরাষ্ট্র থেকে বাধা আসে। রাশিয়াকে এই বিদ্যুৎকেন্দ্রের ঋণের টাকা পরিশোধে সৃষ্টি হয় নতুন জটিলতা।
এ বিষয়ে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী বলেন, ‘পেমেন্ট ইস্যুতে সারা দুনিয়ায় সমস্যা তৈরি হচ্ছে। আমরা তো দুনিয়া থেকে আলাদা না। বাট এনি ওয়ে পেমেন্ট ইস্যুর সমস্যাটা সমাধান করার জন্য নানাভাবে চেষ্টা করা হচ্ছে। পেমেন্টের সমস্যাটা সমাধান হয়ে যাবে।’
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ২১ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে চাকরিবিধি অনুযায়ী ‘অসদাচরণ’ ও ‘নাশকতামূলক’ কর্মকাণ্ডের অভিযোগ আনা হয়েছে। একই সঙ্গে দুজন কর্মকর্তাকে শোকজ করা হয়েছে।
৩ ঘণ্টা আগেমাছ উৎপাদনে বাংলাদেশের অবস্থান সম্মানজনক হলেও রপ্তানি সেভাবে নেই বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। তিনি বলেছেন, ‘বিশ্বে মাছ উৎপাদনে আমাদের অবস্থান সম্মানজনক হলেও রপ্তানি সেভাবে নেই। মৎস্য রপ্তানি বাড়াতে সরকারের আলাদা ইকোনমিক জোন করা প্রয়োজন; যেখানে উন্নত প্রযুক্তির সহায়তা
৫ ঘণ্টা আগেসব প্রকার জ্বালানি তেলের দাম লিটারপ্রতি এক টাকা কমিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। মে মাসের ১ তারিখ থেকে এই নতুন দাম কার্যকর হবে। আজ বুধবার সন্ধ্যায় মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়।
৬ ঘণ্টা আগেবাংলাদেশের টেক জায়ান্ট ওয়ালটনের তৈরি ইউরোপের ঐতিহ্যবাহী এসিসি ব্র্যান্ডের এসি কিনে এবার মিলিয়নিয়ার হয়েছেন খুলনার খালিশপুরের জুয়েলারি ব্যবসায়ী মিঠুন দত্ত। ওয়ালটনের চলমান ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২২–এর আওতায় কিস্তিতে এসি কিনে তিনি পেয়েছেন ১০ লাখ টাকা। এই বিশাল অঙ্কের টাকা পাওয়ায় মিঠুন দত্তের পর
৬ ঘণ্টা আগে