ইউরো জিতেই ঐক্যবদ্ধ হবে বিপর্যস্ত ইংলিশরা!
ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে কাল শুরু হচ্ছে ইংল্যান্ডের ইউরো অভিযান। ব্রেক্সিট, বর্ণবাদ ও ভঙ্গুর অর্থনীতিতে গত কয়েক বছর ধরে বিপর্যস্ত ইংলিশদের জীবন। এবার সেই জীবনে আনন্দ ফিরিয়ে আনতে চান ইংল্যান্ড কোচ গ্যারেথ সাউথগেট। ‘থ্রি লায়ন্স’ কোচের ধারণা, ইউরোই পারবে ইংল্যান্ডের সব মানুষকে ঐক্যবদ্ধ করতে।