ঢাকা : এই ম্যাচ ঘিরে উত্তেজনার পারদ ক্রমশই বাড়ছিল। নামেদামে সমৃদ্ধ গ্রুপপর্বের এই ম্যাচকে সবাই ‘হাইভোল্টেজ’ তকমা পরিয়ে দিয়েছিল ইউরো শুরুর আগেই। দুই দলের শুরুর একাদশেও ২২ জনের ১৯ জনই যে বিশ্বকাপজয়ী খেলোয়াড়। তবে যত গর্জেছিল, তত বর্ষেনি ম্যাচটি। ম্যাট হুমেলসের আত্মঘাতী গোলে কোনোমতে জয় নিয়ে মাঠ ছাড়ে ফ্রান্স।
জার্মানির মিউনিখ শহরের আলিয়াঞ্জ অ্যারেনায় মঙ্গলবার রাতে ‘গ্রুপ অব ডেথ’ খ্যাত এফ গ্রুপের ম্যাচে মুখোমুখি হয় জার্মানি-ফ্রান্স। একটু দুর্ভাগা নিজেদের ভাবতেই পারে জার্মানি! ইউরোর ইতিহাসে এবারই প্রথম আত্মঘাতী গোল ঢোকে জার্মানির গোলপোস্টে। আর সেটাই কি না শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য নির্ধারক হয়ে দাঁড়ায়। প্রথমার্ধে ডিফেন্ডার হুমেলসেরের আত্মঘাতী গোল জার্মানির গোলপোস্ট খুঁজে নিয়েছিল। হারের ব্যবধান অবশ্য আরও বড় হতে পারত ফ্রান্সের। অফসাইডের ফাঁদে পড়ে করিম বেনজেমা আর কিলিয়ান এমবাপ্পের ২টি গোল বাতিল হওয়ায় ব্যবধান আর বাড়েনি।
জার্মানির হয়ে শেষের শুরুটা তাই ভালো হলো না জোয়াকিম লোর। লম্বা সময় ধরে জার্মানির কোচের দায়িত্বে আছেন এই বিশ্বকাপজয়ী কোচ। ইউরো শুরুর আগেই এবার জার্মানির দায়িত্ব ছাড়ার কথা জানিয়েছিলেন। তবে শেষটা যে সহজ হবে না, জানতেন লো। ইউরো অভিযানের প্রথম ম্যাচ হারের পর সেটা যেন আরও পোক্ত হলো।
ফ্রান্সের সামনে পড়লে যেন নিজেদের হারিয়ে খোঁজে জার্মানি। এ নিয়ে সর্বশেষ ছয়বারের সাক্ষাতে চারবারই হার নিয়ে ফিরতে হয়েছে জার্মানদের। তবে বড় কোনো প্রতিযোগিতার গ্রুপ পর্বে এবারই প্রথম দেখা দুই দলের। ঘরের মাঠে শুরুটা দারুণ করেন টনি ক্রুসরা। ম্যাচের প্রথম পাঁচ মিনিটে এমবাপ্পেদের পায়ে বলই যেতে দেননি তাঁরা। তবে ম্যাচের ধারার বিপরীতে সপ্তম মিনিটে লুকাস হার্নান্দেজকে ফাউল করে ম্যাচের প্রথম কার্ড দেখেন জার্মান ডিফেন্ডার জসুয়া কিমমিসমি।
এদিন নিজের পরিচিত ছক থেকে বেরিয়ে আসেন ফ্রান্স কোচ দিদিয়ের দেশম। ৪-৩-৩ ছকে করিম বেনজেমাকে মূল স্ট্রাইকার হিসেবে রেখে রাইট উইংয়ে আঁতোয়া গ্রিজমান আর লেফট উইংয়ে এমবাপ্পেকে দিয়ে আক্রমণ সাজান দিদিয়ের দেশম।
ছয় বছর পর ফ্রান্সের জার্সিতে আন্তর্জাতিক কোনো ম্যাচে ফেরাটা রাঙিয়ে রাখতে পারতেন বেনজেমা। সেটা হতে দেয়নি অফসাইড। ঘরের মাঠে দর্শকদের পুরো সাপোর্টটাই পেয়েছেন টনি ক্রুস-থমাস মুলারা। ম্যাচ যে খুব খারাপ খেলেছেন তা নয়। তবে গোলের সুযোগগুলো ঠিকঠাক কাজে লাগাতে পারেননি লোর শিষ্যরা। পুরো ম্যাচে বল দখল, গোলে শট নেওয়া—প্রায় সব দিকেই জার্মানরা এগিয়ে ছিল। ম্যাচের শেষ ১০ মিনিটেও খেলার নিয়ন্ত্রণ ছিল তাঁদের পায়ে। গোলের খেলা ফুটবলে গোল না করতে পারলে শেষ পর্যন্ত যা হওয়ার তা-ই হয়েছে জার্মানদের। মঙ্গলবার রাতে এফ গ্রুপের অন্য ম্যাচে পর্তুগাল জয় পাওয়ায় সমীকরণটা কঠিনই হয়ে পড়ল জার্মানির জন্য!
ঢাকা : এই ম্যাচ ঘিরে উত্তেজনার পারদ ক্রমশই বাড়ছিল। নামেদামে সমৃদ্ধ গ্রুপপর্বের এই ম্যাচকে সবাই ‘হাইভোল্টেজ’ তকমা পরিয়ে দিয়েছিল ইউরো শুরুর আগেই। দুই দলের শুরুর একাদশেও ২২ জনের ১৯ জনই যে বিশ্বকাপজয়ী খেলোয়াড়। তবে যত গর্জেছিল, তত বর্ষেনি ম্যাচটি। ম্যাট হুমেলসের আত্মঘাতী গোলে কোনোমতে জয় নিয়ে মাঠ ছাড়ে ফ্রান্স।
জার্মানির মিউনিখ শহরের আলিয়াঞ্জ অ্যারেনায় মঙ্গলবার রাতে ‘গ্রুপ অব ডেথ’ খ্যাত এফ গ্রুপের ম্যাচে মুখোমুখি হয় জার্মানি-ফ্রান্স। একটু দুর্ভাগা নিজেদের ভাবতেই পারে জার্মানি! ইউরোর ইতিহাসে এবারই প্রথম আত্মঘাতী গোল ঢোকে জার্মানির গোলপোস্টে। আর সেটাই কি না শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য নির্ধারক হয়ে দাঁড়ায়। প্রথমার্ধে ডিফেন্ডার হুমেলসেরের আত্মঘাতী গোল জার্মানির গোলপোস্ট খুঁজে নিয়েছিল। হারের ব্যবধান অবশ্য আরও বড় হতে পারত ফ্রান্সের। অফসাইডের ফাঁদে পড়ে করিম বেনজেমা আর কিলিয়ান এমবাপ্পের ২টি গোল বাতিল হওয়ায় ব্যবধান আর বাড়েনি।
জার্মানির হয়ে শেষের শুরুটা তাই ভালো হলো না জোয়াকিম লোর। লম্বা সময় ধরে জার্মানির কোচের দায়িত্বে আছেন এই বিশ্বকাপজয়ী কোচ। ইউরো শুরুর আগেই এবার জার্মানির দায়িত্ব ছাড়ার কথা জানিয়েছিলেন। তবে শেষটা যে সহজ হবে না, জানতেন লো। ইউরো অভিযানের প্রথম ম্যাচ হারের পর সেটা যেন আরও পোক্ত হলো।
ফ্রান্সের সামনে পড়লে যেন নিজেদের হারিয়ে খোঁজে জার্মানি। এ নিয়ে সর্বশেষ ছয়বারের সাক্ষাতে চারবারই হার নিয়ে ফিরতে হয়েছে জার্মানদের। তবে বড় কোনো প্রতিযোগিতার গ্রুপ পর্বে এবারই প্রথম দেখা দুই দলের। ঘরের মাঠে শুরুটা দারুণ করেন টনি ক্রুসরা। ম্যাচের প্রথম পাঁচ মিনিটে এমবাপ্পেদের পায়ে বলই যেতে দেননি তাঁরা। তবে ম্যাচের ধারার বিপরীতে সপ্তম মিনিটে লুকাস হার্নান্দেজকে ফাউল করে ম্যাচের প্রথম কার্ড দেখেন জার্মান ডিফেন্ডার জসুয়া কিমমিসমি।
এদিন নিজের পরিচিত ছক থেকে বেরিয়ে আসেন ফ্রান্স কোচ দিদিয়ের দেশম। ৪-৩-৩ ছকে করিম বেনজেমাকে মূল স্ট্রাইকার হিসেবে রেখে রাইট উইংয়ে আঁতোয়া গ্রিজমান আর লেফট উইংয়ে এমবাপ্পেকে দিয়ে আক্রমণ সাজান দিদিয়ের দেশম।
ছয় বছর পর ফ্রান্সের জার্সিতে আন্তর্জাতিক কোনো ম্যাচে ফেরাটা রাঙিয়ে রাখতে পারতেন বেনজেমা। সেটা হতে দেয়নি অফসাইড। ঘরের মাঠে দর্শকদের পুরো সাপোর্টটাই পেয়েছেন টনি ক্রুস-থমাস মুলারা। ম্যাচ যে খুব খারাপ খেলেছেন তা নয়। তবে গোলের সুযোগগুলো ঠিকঠাক কাজে লাগাতে পারেননি লোর শিষ্যরা। পুরো ম্যাচে বল দখল, গোলে শট নেওয়া—প্রায় সব দিকেই জার্মানরা এগিয়ে ছিল। ম্যাচের শেষ ১০ মিনিটেও খেলার নিয়ন্ত্রণ ছিল তাঁদের পায়ে। গোলের খেলা ফুটবলে গোল না করতে পারলে শেষ পর্যন্ত যা হওয়ার তা-ই হয়েছে জার্মানদের। মঙ্গলবার রাতে এফ গ্রুপের অন্য ম্যাচে পর্তুগাল জয় পাওয়ায় সমীকরণটা কঠিনই হয়ে পড়ল জার্মানির জন্য!
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) সাকিব আল হাসান ফিরলেন তিন বছর পর। কিন্তু দীর্ঘদিন পর ওয়েস্ট ইন্ডিজের এই ফ্র্যাঞ্চাইজি লিগে ফিরেও রাঙাতে পারলেন না তিনি। ব্যাটিং-বোলিং কোথাও তিনি পারফরম্যান্সের ছাপ রাখতে পারেননি। এমনকি বাংলাদেশের অলরাউন্ডার মেজাজও হারিয়েছেন তাঁর সিপিএলে ফেরার দিনে।
৩৫ মিনিট আগেশেষ হতে চলেছে চলতি বছরে বিসিবির হাইপারফরম্যান্স (এইচপি) দলের ক্যাম্প। ক্যাম্প ঠিকঠাক আয়োজনে যথেষ্ট ব্যয় ও সুযোগ-সুবিধা দেওয়ার ক্ষেত্রে বিসিবির কৃপণতা নেই। কিন্তু দীর্ঘ ক্যাম্প শেষে লক্ষ্য কতটা পূরণ হলো এইচপির, সে প্রশ্ন এসে যাচ্ছে।
১ ঘণ্টা আগেঅনূর্ধ্ব-১৭ মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ। তাই আরও একটি অনূর্ধ্ব-১৭ মেয়েদের সাফ খেলতে যাওয়ার আগে শিরোপা ধরে রাখার কথাই বললেন বাংলাদেশ দলের অধিনায়ক অর্পিতা বিশ্বাস। ঢাকায় আজ সংবাদ সম্মেলনে অর্পিতা বললেন, ‘আপনাদের আমরা একটি ভালো টুর্নামেন্ট উপহার দিতে চাই।
১৩ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও বিপিএলের ফ্র্যাঞ্চাইজি চিটাগং কিংসের মধ্যে দীর্ঘদিনের টানাপোড়েন এখন চরমে। সমঝোতার সব দরজা বন্ধ হয়ে যাওয়ায় বিসিবি ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে চুক্তি বাতিল করেছে। চিটাগং কিংসের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান এস. কিউ. স্পোর্টস এন্টারপ্রাইজ লিমিটেডের কাছে বিসিবির পাওনা ৩৭ লাখ ৮২
১৫ ঘণ্টা আগে