গেট আছে, ঘর আছে, নেই শুধু গেটম্যান ১০ বছরেও
গেট আছে, ঘর আছে, কিন্তু ১০ বছরেও গেটম্যান দেওয়া হয়নি। ফলে প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা। গতকাল মঙ্গলবার আবারও প্রাণ হারায় চারজন। কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার খিলার তুঘুরিয়া এলাকার রেলক্রসিংয়ে ট্রেন-অটোরিকশা সংঘর্ষে নিহত হন তাঁরা। স্থানীয়দের অভিযোগ, দিনের পর দিন প্রতিশ্রুতি পেলেও হয়নি কোনো সুরাহা।