Ajker Patrika

হেডের সেঞ্চুরিতে বড় লিড অস্ট্রেলিয়ার

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২১, ১৮: ১৬
হেডের সেঞ্চুরিতে বড় লিড অস্ট্রেলিয়ার

১৯৫ রানের মধ্যে পাঁচ উইকেট তুলে নিয়ে অস্ট্রেলিয়ার লিডটাকে নাগালের মধ্যে রাখার সুযোগ তৈরি করেছিল ইংল্যান্ড। তবে ইংলিশদের কোনো সুযোগ না দিয়ে দারুণ এক সেঞ্চুরিতে সেটাকে ধরাছোঁয়ার বাইরে নিয়ে যাচ্ছেন ট্রাভিস হেড। দ্বিতীয় দিনের খেলা শেষে গ্যাবায় অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টে ১৯৬ রানে এগিয়ে আছে অজিরা।

দলীয় ১০ রানে ওপেনার মার্কাস হ্যারিসকে হারানোর পর অস্ট্রেলিয়াকে বড় লক্ষ্যের দিকে নিয়ে যাচ্ছিলেন ডেভিড ওয়ার্নার আর মার্নাস লাবুশেইন। তবে ৭৪ রানে আউট হয়ে অ্যাশেজে প্রথম সেঞ্চুরির সুযোগ হাতছাড়া করেন লাবুশেইন। এরপরই দ্রুত আরও তিন উইকেট তুলে নেয় ইংল্যান্ড। এরপরই ইংলিশ বোলারদের পাল্টা আক্রমণ করেন হেড।

তবে হেডের পাল্টা আক্রমণে যাওয়ার আগে সেঞ্চুরি হাতছাড়া করেন ওয়ার্নার। ক্যারিয়ারের ৩১তম ফিফটিটাকে ছয় রানের জন্য ২৫তম সেঞ্চুরিতে রূপ দিতে পারেননি এই বাঁহাতি ওপেনার। দারুণ খেলতে থাকা ওয়ার্নার বেন স্টোকসের হাতে ক্যাচ দিয়ে ওলি রবিনসনের বলে আউট হয়ে ফেরেন ৯৪ রানে। ইংলিশদের হয়ে দিনের সেরা বোলার রবিনসনই। চোটে পড়ে অস্বস্তি নিয়ে দিনের খেলা শেষের আগে মাঠ ছাড়ার আগে তিন উইকেট নেন এই পেসার।

তবে ওয়ার্নারের সেঞ্চুরি না পাওয়ার হতাশা ভুলিয়ে দেন হেড। অ্যাশেজের ইতিহাসে তৃতীয় দ্রুততম ৮৫ বলে সেঞ্চুরি পূর্ণ করেন এই বাঁহাতি ব্যাটার। দিন শেষে হেড অপরাজিত আছেন ১১২ রানে। সপ্তম উইকেট ৩৭ রানের জুটিতে হেডকে দারুণ সঙ্গ দিচ্ছেন মিচেল স্টার্ক। ২৪ বলে ১০ রানে অপরাজিত থেকে তৃতীয় দিনের খেলা শুরু করবেন স্টার্ক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌচাকে গাড়িতে লাশ: ২৫ লাখ টাকায় যুক্তরাষ্ট্রের কথা বলে জাকিরকে শ্রীলঙ্কায় নিয়েছিল দালাল

যেভাবে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা চলছিল, স্বীকারোক্তিতে জানালেন মেজর সাদিকের স্ত্রী জাফরিন

পুলিশের এডিসিকে ছুরি মেরে পালিয়ে গেল ছিনতাইকারী

রিটার্ন না দিলে গ্যাস-বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

উত্তরায় বকশীগঞ্জের সাবেক মেয়র নজরুল ইসলাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত