Ajker Patrika

টিকাবিরোধী কর্মকাণ্ডে আলোচনায় ইংলিশ ফুটবলারদের স্ত্রী-বান্ধবীরা

আপডেট : ০১ জানুয়ারি ২০২২, ১২: ৪৭
টিকাবিরোধী কর্মকাণ্ডে আলোচনায় ইংলিশ ফুটবলারদের স্ত্রী-বান্ধবীরা

করোনা ভাইরাসের টিকা আবিষ্কারের আগে থেকেই ইউরোপজুড়ে সংগঠিত হতে শুরু করেন টিকাবিরোধীরা। সংঘবদ্ধভাবেই রাস্তায় নেমে ভ্যাকসিন নেওয়ার বিরোধিতাও শুরু করেন তাঁরা। বিভিন্ন সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে আলোচনায় এসেছেন এই সংগঠনগুলোর কর্মীরা। এবার ওমিক্রনরূপে করোনা ভাইরাস যখন ইউরোপে নতুন করে আঘাত হানতে শুরু করেছে, তখন টিকাবিরোধী কর্মকাণ্ডে সমর্থন জানিয়ে আলোচনায় এসেছেন দুই ইংলিশ ফুটবলারের স্ত্রীরা।

ইংলিশ ফুটবলারদের স্ত্রীদের মাঝে বেশ পরিচিত মুখ গোলরক্ষক জর্ডান পিকফোর্ডের সুন্দরী স্ত্রী মেগান ডেভিসন। ২৫ বছর বয়সী মেগান সম্প্রতি ভ্যাকসিনবিরোধী আন্দোলনের ছবি নিজের টুইটার অ্যাকাউন্টে রিপোস্ট করে আলোচনায় এসেছেন। 

লন্ডনের একটি র‍্যালির ছবি মেগান শেয়ার করেন নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে। সেখানে এক আন্দোলনকারীর হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘এমনকি আপনি যদি ষড়যন্ত্রতত্ত্বে বিশ্বাসী না-ও হন, তবু আপনার মন বলবে কিছু একটা ভুল হচ্ছে।’ এই চিত্র শেয়ার করলেও মেগান নিজে কোনো মন্তব্য করেননি। পরে অবশ্য সমালোচনার মুখে তিনি সেটি সরিয়েও নিয়েছেন। তবে এর পরও থামেনি আলোচনা-সমালোচনা। 

শুধু মেগানই নন, টিকাবিরোধী কর্মকাণ্ডে আলোচনায় আরেক ইল্যান্ড তারকা জন স্টোনসের বান্ধবী অলিভিয়া নায়লর। তিনিও টিকাবিরোধী বার্তা শেয়ার করেছেন। টিকা নেওয়ার বদলে মানবাধিকারকে সর্বোচ্চ গুরুত্ব দিতে বলেছেন তিনি। মেগান ও নায়লর দুজনই এমন কাণ্ডের পর সমালোচনার মুখে পড়েছেন। 

এদিকে ইংলিশ ক্রিকেটারদের অনেকেই সবাইকে টিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন। কদিন আগেই টিকা নিয়ে সুরক্ষিত থাকার পরামর্শ দিয়েছিলেন তরুণ ইংলিশ তারকা জুড বেলিংহাম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত