ধারণক্ষমতার চার গুণ বন্দী নারায়ণগঞ্জ কারাগারে
ধারণক্ষমতার চার গুণ বন্দী রয়েছেন নারায়ণগঞ্জ কারাগারে। তবে আসন সংকুলান নিয়ে কোনো সমস্যা হচ্ছে না বলে দাবি কারা কর্তৃপক্ষের। জামিনে বেরিয়ে আসা আসামিদের ভাষ্য, বন্দীরা ঘুমানো, গোসলসহ বিভিন্ন কাজে অসুবিধার সম্মুখীন হচ্ছেন।