মূল্যবৃদ্ধি, আমদানি ও আশঙ্কা
নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার বিষয়টি গুরুত্বের সঙ্গে ভাবছে বলেই মনে হয়। প্রধানমন্ত্রী থেকে শুরু করে অন্য মন্ত্রীরাও এ নিয়ে কথা বলছেন। অসাধু ব্যবসায়ী, মজুতদারসহ দাম বাড়ানোর নেপথ্যে যারা ভূমিকা পালন করে, তাদের বিরুদ্ধে সতর্কবাণী উচ্চারণ করা হচ্ছে।