কোরআনে পেঁয়াজের আলোচনা
হজরত মুসা (আ.)-এর উম্মত তথা বনি ইসরাইলকে আল্লাহ তাআলা জান্নাতি খাবার ‘মান্না-সালওয়া’ দান করেছিলেন। ‘মান্না’ হলো বরফের মতো স্বচ্ছ শুভ্র এক ধরনের মিষ্টি খাবার, যা গাছপালার ওপর পর্যাপ্ত পরিমাণে উৎপন্ন হতো। আর সালওয়া হলো এক ধরনের পাখি, যেগুলো তাদের কাছে ঝাঁকে ঝাঁকে সমবেত হতো; তাদের কাছ থেকে পালাত না। তা