মারামারি করে ডাকাত তাড়ালেন আর্সেনাল তারকা
বন্ধুকে নিয়ে বাইরে থেকে বাড়ি ফিরেছেন আর্সেনালের ব্রাজিলিয়ান সেন্টার-ব্যাক গ্যাব্রিয়েল। ঘরে ফিরে গাড়ি গ্যারেজে ঢোকাতেই পড়লেন মুখে মুখোশ পরা দুই ডাকাতের হামলার মুখে। বেসবল ব্যাট হাতে ডাকাতদের দাবি, গ্যাব্রিয়েলের ৪৫ হাজার পাউন্ড দামের গাড়িসহ মূল্যবান জিনিসপত্র দিয়ে দিতে হবে তাদের!