Ajker Patrika

অনন্য কীর্তি গড়ে রোনালদো জানালেন, উদ্‌যাপনের সময় নেই

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২১, ১১: ২১
অনন্য কীর্তি গড়ে রোনালদো জানালেন, উদ্‌যাপনের সময় নেই

আর্সেনালের বিপক্ষে জোড়া গোল করে নিজেকে অনন্য উচ্চতায় তুলেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে ৮০০ গোলের মাইলফলক পেরিয়েছেন। এমন কীর্তি গড়ার পর রোনালদো জানালেন, উদ্‌যাপন করে সময় নষ্ট না করে আপাতত পরের ম্যাচ নিয়ে ভাবছেন তিনি।

ওল্ড ট্রাফোর্ডে পিছিয়ে পড়েও রোনালদো ঝলকে ৩-২ গোলে জয় নিয়ে মাঠ ছেড়েছে ম্যানইউ। ম্যাচে জয়সূচক গোলটি এসেছে রোনালদোর পা থেকেই। গোলের পর স্বভাবসুলভ উদ্‌যাপনে মাতলেও ম্যাচের পর রোনালদো বললেন, উদ্‌যাপনের সময় নেই তার। লিগের পয়েন্ট টেবিলও বলছে সে কথায়। ১৪ ম্যাচে ৫ জয়ে রেড ডেভিলরা আছে তালিকার সাত নম্বরে। রোনালদো তাই তাকিয়ে আছেন পরের ম্যাচের দিকে, ‘আমরা এরইমধ্যে পরের ম্যাচ নিয়ে ভাবছি। উদ্‌যাপনের সময় নেই। ছন্দে ফিরতে আজকের (গত রাতের) এই জয় খুব গুরুত্বপূর্ণ ছিল। তবে লক্ষ্যে পৌঁছাতে এখনো অনেক পথ বাকি।’

এই বাকি পথ পারি দিতে হলে রোনালদোদের একটা দল হয়ে খেলতে হবে। আর্সেনালের বিপক্ষে জয়ের এই স্পিরিট ধরে রাখতে হবে। তার আগে গানারদের বিপক্ষে জয়ের পর সতীর্থদের অভিবাদন জানিয়ে রোনালদো বললেন, ‘সতীর্থদের অভিনন্দন। দুর্দান্ত স্পিরিট ছিল আজ। আর সমর্থকদের জানাই বিশেষ ধন্যবাদ। তোমাদের ছাড়া আমরা এটা করতে পারতাম না।’     

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত