জিতলেই পাঁচ মৌসুম পর উয়েফা চ্যাম্পিয়নস লিগে ফেরার পথ সুগম হতো। কিন্তু মিকেল আরতেতার অপেক্ষা আরও অন্তত এক বছর দীর্ঘ হতে চলেছে। তাঁর দল আর্সেনাল যে এবারও ব্যর্থ।
ইংলিশ প্রিমিয়ার লিগে গত রাতে আর্সেনালকে ২-০ গোলে হারিয়ে আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগে খেলার সুযোগটা প্রায় শেষ করে দিয়েছে নিউক্যাসল ইউনাইটেড।
৫৫ মিনিটে বেন হোয়াইটের আত্মঘাতী গোলের পর শেষ দিকে ব্রাজিলিয়ান মিডফিল্ডার ব্রুনো গিমারায়েসের গোলে আর্সেনালকে হতাশায় ডোবায় বিশ্বের শীর্ষ ধনী ক্লাব নিউক্যাসল।
তবে জয় ছাপিয়ে সবার মনে জায়গা করে নিয়েছেন নিউক্যাসল অধিনায়ক কালাম উইলসন। পায়ের গুলের চোট থেকে সেরে ওঠার পর গত রাতেই প্রথম শুরুর একাদশে ছিলেন তিনি। এর আগে টানা ১৮ ম্যাচ দর্শক হয়ে থাকতে হয়েছে। অথচ প্রত্যাবর্তনের রাতেই কি না দাঁত ভেঙেছে উইলসনের!
ম্যাচের ২৭ মিনিটে জোয়েলিনটনের ক্রসে হেড করতে গিয়ে আরেক সতীর্থের মাথায় সঙ্গে গুঁতো লাগে উইলসনের। ফিনকি দিয়ে রক্ত বেরোতে থাকে মুখ থেকে। চিকিৎসকেরা দ্রুত এসে উইলসনের শুশ্রূষায় লেগে পড়েন। ৩০ বছর বয়সী স্ট্রাইকার বড় হা করতেই দেখা যায়, মাড়ির সঙ্গে ওপরের পাটির একটি দাঁত কোনো রকম ঝুলছে।
এ ধরনের গুরুতর চোটে যেকোনো খেলোয়াড়ের মাঠ ছাড়াই স্বাভাবিক। কিন্তু দলের প্রতি নিবেদিতপ্রাণ উইলসন রয়েই গেছেন। ৯৪ মিনিট শুধু দাপিয়েই বেড়াননি, নিউক্যাসলকে জেতাতেও অবদান রেখেছেন। হোয়াইটের উপহারসূচক ওই গোলটার মূল কারিগর উইলসনই।
ক্লাবের প্রতি অধিনায়কের এমন দায়িত্ববোধ দেখে সমর্থকেরা তো অদ্ভুত বায়না জুড়ে দিয়েছেন, ‘উইলসন তোমার দাঁত কি আমরা পেতে পারি?’
ম্যাচ শেষে স্কাই স্পোর্টসকে উইলসন নিজের অনুভূতি জানিয়েছেন এভাবে, ‘মাঠের পরিবেশ আজ (কাল রাতে) অবিশ্বাস্য ছিল। আমি কোনো অবস্থাতেই উঠে যেতে চাইনি। রক্ত বন্ধ করতে ঠোঁট চেপে রেখেছি। জিহ্বা দিয়ে দাঁত আটকে রেখেছি। সবাই বলেছি, ক্রিসমাসের আগেই আমাদের অবনমন নিশ্চিত হয়ে যাবে। তবে আমরা সবাইকে ভুল প্রমাণ করতে বদ্ধপরিকর ছিলাম।’
জিতলেই পাঁচ মৌসুম পর উয়েফা চ্যাম্পিয়নস লিগে ফেরার পথ সুগম হতো। কিন্তু মিকেল আরতেতার অপেক্ষা আরও অন্তত এক বছর দীর্ঘ হতে চলেছে। তাঁর দল আর্সেনাল যে এবারও ব্যর্থ।
ইংলিশ প্রিমিয়ার লিগে গত রাতে আর্সেনালকে ২-০ গোলে হারিয়ে আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগে খেলার সুযোগটা প্রায় শেষ করে দিয়েছে নিউক্যাসল ইউনাইটেড।
৫৫ মিনিটে বেন হোয়াইটের আত্মঘাতী গোলের পর শেষ দিকে ব্রাজিলিয়ান মিডফিল্ডার ব্রুনো গিমারায়েসের গোলে আর্সেনালকে হতাশায় ডোবায় বিশ্বের শীর্ষ ধনী ক্লাব নিউক্যাসল।
তবে জয় ছাপিয়ে সবার মনে জায়গা করে নিয়েছেন নিউক্যাসল অধিনায়ক কালাম উইলসন। পায়ের গুলের চোট থেকে সেরে ওঠার পর গত রাতেই প্রথম শুরুর একাদশে ছিলেন তিনি। এর আগে টানা ১৮ ম্যাচ দর্শক হয়ে থাকতে হয়েছে। অথচ প্রত্যাবর্তনের রাতেই কি না দাঁত ভেঙেছে উইলসনের!
ম্যাচের ২৭ মিনিটে জোয়েলিনটনের ক্রসে হেড করতে গিয়ে আরেক সতীর্থের মাথায় সঙ্গে গুঁতো লাগে উইলসনের। ফিনকি দিয়ে রক্ত বেরোতে থাকে মুখ থেকে। চিকিৎসকেরা দ্রুত এসে উইলসনের শুশ্রূষায় লেগে পড়েন। ৩০ বছর বয়সী স্ট্রাইকার বড় হা করতেই দেখা যায়, মাড়ির সঙ্গে ওপরের পাটির একটি দাঁত কোনো রকম ঝুলছে।
এ ধরনের গুরুতর চোটে যেকোনো খেলোয়াড়ের মাঠ ছাড়াই স্বাভাবিক। কিন্তু দলের প্রতি নিবেদিতপ্রাণ উইলসন রয়েই গেছেন। ৯৪ মিনিট শুধু দাপিয়েই বেড়াননি, নিউক্যাসলকে জেতাতেও অবদান রেখেছেন। হোয়াইটের উপহারসূচক ওই গোলটার মূল কারিগর উইলসনই।
ক্লাবের প্রতি অধিনায়কের এমন দায়িত্ববোধ দেখে সমর্থকেরা তো অদ্ভুত বায়না জুড়ে দিয়েছেন, ‘উইলসন তোমার দাঁত কি আমরা পেতে পারি?’
ম্যাচ শেষে স্কাই স্পোর্টসকে উইলসন নিজের অনুভূতি জানিয়েছেন এভাবে, ‘মাঠের পরিবেশ আজ (কাল রাতে) অবিশ্বাস্য ছিল। আমি কোনো অবস্থাতেই উঠে যেতে চাইনি। রক্ত বন্ধ করতে ঠোঁট চেপে রেখেছি। জিহ্বা দিয়ে দাঁত আটকে রেখেছি। সবাই বলেছি, ক্রিসমাসের আগেই আমাদের অবনমন নিশ্চিত হয়ে যাবে। তবে আমরা সবাইকে ভুল প্রমাণ করতে বদ্ধপরিকর ছিলাম।’
মার্চে সৌদি আরবের ক্যাম্প শেষে প্রবাসী ফুটবলার ফাহামিদুল ইসলামের জাতীয় দল থেকে বাদ পড়ার অভিযোগের তির সবচেয়ে বেশি ছিল মেহেদী হাসান শ্রাবণের দিকে। সেই অভিযোগ ভিত্তিহীন বলেই দাবি করেছেন তিনি। তবু প্রতিনিয়ত সাইবার বুলিংয়ের শিকার হচ্ছেন এই গোলরক্ষক।
১৩ মিনিট আগেসময়ের সঙ্গে সঙ্গে পরিণত হয়ে উঠছেন লামিনে ইয়ামাল। বড় মঞ্চে কীভাবে জ্বলে উঠতে হয়, সেটা যেন ভালো করেই জানেন তিনি। ইন্টার মিলানের বিপক্ষে গত রাতে চোখ ধাঁধানো এক গোল করেছেন। সেটাও চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ মঞ্চে।
৩০ মিনিট আগেলাল বলের ক্রিকেটে গত বছর ব্যাটে-বলে ঔজ্জ্বল্য ছড়িয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। ৫৫.৫৮ স্ট্রাইকরেটে ১৭ ইনিংসে করেছিলেন ৬০৮ রান, যা দেশের ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ। তবে ওই বছর তিনি রানের তিন অঙ্ক ছুঁতে পারেননি। তবে ফিফটি ছিল ৪টি। ২০২৫ সালে টেস্ট অভিযান শুরুর সিলেট টেস্টে দল হারলেও দুই ইনিংসে
১ ঘণ্টা আগে৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ দলের পাকিস্তান সফর শুরু হচ্ছে আগামী ২১ মে। তার আগে আরব আমিরাতে একটি দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশ সবশেষ দ্বিপক্ষীয় সিরিজ খেলেছে ২০২২ সালের সেপ্টেম্বরে।
১২ ঘণ্টা আগে