চরম উচ্চ তাপমাত্রা: আর্জেন্টিনায় পানি মিলছে কম, খরায় হুমকিতে কৃষি
সয়াবিন তেল ও সয়া খাদ্য রপ্তানিতে বিশ্বের শীর্ষে রয়েছে আর্জেন্টিনা। এ ছাড়া ভুট্টা উৎপাদনে ৩ নম্বরে রয়েছে দেশটি। গবেষণায় উল্লেখ করা হয়েছে, জলবায়ু পরিবর্তন আর্জেন্টিনার সয়া, ভুট্টা এবং গম খেতকে ব্যাপক ক্ষতিগ্রস্ত করেছে। খরার কবলে পড়েছে এর প্রতিবেশী ছোট্ট দেশ উরুগুয়েও।