গবাদিপশুজাত পণ্য আমদানি বন্ধ করল চীন, প্রভাব পড়বে বাংলাদেশেও
চীন বাংলাদেশসহ আফ্রিকা, এশিয়া ও ইউরোপের দেশগুলো থেকে ভেড়া, ছাগল, পোলট্রি এবং দুই খুরযুক্ত প্রাণী আমদানি নিষিদ্ধ করেছে। ভেড়ার ও ছাগলের গুটিবসন্ত এবং ‘ফুট অ্যান্ড মাউথ’ রোগের প্রাদুর্ভাবের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।