
পিছিয়ে পড়ে রিয়াল মাদ্রিদের ঘুরে দাঁড়ানোর অভ্যাস বেশ পুরোনো। চ্যাম্পিয়নস লিগ, লা লিগা, ক্লাব প্রীতি ম্যাচ-ম্যাচ যেমনই হোক, রিয়াল মাদ্রিদ জানে কীভাবে জিততে হয়। এসি মিলানের বিপক্ষে আজ পিছিয়ে পড়ে ম্যাচ জিতেছে রিয়াল। রিয়ালের এই জয়ে উচ্ছ্বসিত কোচ কার্লো আনচেলত্তি।

আগামী কোপা আমেরিকা থেকে ব্রাজিলের ডাগআউটে দেখা যাবে কার্লো আনচেলত্তিকে। ২০২৪ সালে রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে তাঁর। এরপর সে বছরের জুনে যুক্তরাষ্ট্রে হতে যাওয়া কোপা থেকে ব্রাজিলের দায়িত্ব নেবেন ‘ডন কার্লো’।

ক্লাব ফুটবলে হার হামেশাই দেখা যায়, এক দেশের কোচ আরেক দেশের লিগে গিয়ে ‘দাদাগিরি’ দেখাচ্ছেন। কিন্তু জাতীয় দলের ক্ষেত্রে চিত্রটি ভিন্ন। বিদেশি কোচ হিসেবে দলগুলোকে ম্যাচ জেতালেও শিরোপার বিচারের সাফল্যের হার খুবই কম।

অনেক দিন ধরেই গুঞ্জন চলছে, ব্রাজিলের কোচ হচ্ছেন কার্লো আনচেলত্তি। ব্রাজিল ফুটবল কনফেডারেশনেরও (সিবিএফ) ইচ্ছা তাঁকে কোচ নিয়োগ দেওয়ার। সিবিএফের সভাপতিসহ খেলোয়াড়েরা ইতালিয়ান কোচের সঙ্গে কাজ করার কথা সরাসরিও বলেছেন।