পিছিয়ে পড়ে রিয়াল মাদ্রিদের ঘুরে দাঁড়ানোর অভ্যাস বেশ পুরোনো। চ্যাম্পিয়নস লিগ, লা লিগা, ক্লাব প্রীতি ম্যাচ-ম্যাচ যেমনই হোক, রিয়াল মাদ্রিদ জানে কীভাবে জিততে হয়। এসি মিলানের বিপক্ষে আজ পিছিয়ে পড়ে ম্যাচ জিতেছে রিয়াল। রিয়ালের এই জয়ে উচ্ছ্বসিত কোচ কার্লো আনচেলত্তি।
ক্যালিফোর্নিয়ার রোজ বোলের প্যাসাডেনায় প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছিল এসি মিলান ও রিয়াল মাদ্রিদ। ২৫ মিনিটেই এগিয়ে যায় মিলান। কর্ণার থেকে ক্রিস্টিয়ান পুলিসিচের ক্রসে বল রিসিভ করেন ফিকায়ো তোমোরি। তখন হেডে গোল করেন তোমোরি। এরপর ৪২ মিনিটে লুকা রোমেরোর বা পাঁয়ের জাদুতে ব্যবধান বাড়িয়ে নেয় মিলান। প্রথমার্ধে ২-০ তে পিছিয়ে থেকে শেষ করা রিয়াল মাদ্রিদ ঘুরে দাঁড়ায় দ্বিতীয়ার্ধে। ৫৭ ও ৫৯ মিনিটে জোড়া গোল করে সমতায় ফেরান রিয়ালের মিডফিল্ডার ফেদেরিকো ভালভার্দে। আর ৮৪ মিনিটে রিয়ালের তৃতীয় গোল করেন ভিনিসিয়ুস জুনিয়র। লুকা মদরিচের অ্যাসিস্টে ডান পায়ে দুর্দান্ত গোল করেন ভিনি।
এই ম্যাচে রিয়াল কোচ আনচেলত্তি একটু ভিন্ন ফরম্যাশনে খেলেছেন। ৪-১-২-১-২ ফরম্যাশনে দল সাজিয়েছেন। যেকারণে কিছুটা চাপে পড়লেও সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে মিলানকে ৩-২ গোলে হারিয়েছে আনচেলত্তির দল। ম্যাচ শেষে আনচেলত্তি বলেন, ‘কয়েকটা জিনিস আমাদের একটু পরিবর্তন করতে হয়েছে। পিছিয়ে থেকে শুরু করা আমাদের জন্য একটু কঠিন ছিল। এই সিস্টেমটা আমার বেশ পছন্দ হয়েছে। চাপে মাঝেমধ্যে একটু সমস্যা হয়েছে। তবে আমি বেশ খুশি।’
বরুসিয়া ডর্টমুন্ড থেকে এবারই রিয়ালে এসেছেন জুড বেলিংহাম। ক্লাব প্রীতি ম্যাচে শুরুর একাদশেই তাকে (বেলিংহাম) খেলিয়েছেন আনচেলত্তি। কোনো গোল করা বা অ্যাসিস্ট না করলেও বেলিংহামের পারফরম্যান্সে মুগ্ধ আনচেলত্তি, ‘আমি সত্যিই বেলিংহামের পারফরম্যান্সে আমি মুগ্ধ। বেলিংহাম সত্যিই ভালো খেলেছে। তার যে অসাধারণ প্রতিভা রয়েছে, দলের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য যথেষ্ট।’
পিছিয়ে পড়ে রিয়াল মাদ্রিদের ঘুরে দাঁড়ানোর অভ্যাস বেশ পুরোনো। চ্যাম্পিয়নস লিগ, লা লিগা, ক্লাব প্রীতি ম্যাচ-ম্যাচ যেমনই হোক, রিয়াল মাদ্রিদ জানে কীভাবে জিততে হয়। এসি মিলানের বিপক্ষে আজ পিছিয়ে পড়ে ম্যাচ জিতেছে রিয়াল। রিয়ালের এই জয়ে উচ্ছ্বসিত কোচ কার্লো আনচেলত্তি।
ক্যালিফোর্নিয়ার রোজ বোলের প্যাসাডেনায় প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছিল এসি মিলান ও রিয়াল মাদ্রিদ। ২৫ মিনিটেই এগিয়ে যায় মিলান। কর্ণার থেকে ক্রিস্টিয়ান পুলিসিচের ক্রসে বল রিসিভ করেন ফিকায়ো তোমোরি। তখন হেডে গোল করেন তোমোরি। এরপর ৪২ মিনিটে লুকা রোমেরোর বা পাঁয়ের জাদুতে ব্যবধান বাড়িয়ে নেয় মিলান। প্রথমার্ধে ২-০ তে পিছিয়ে থেকে শেষ করা রিয়াল মাদ্রিদ ঘুরে দাঁড়ায় দ্বিতীয়ার্ধে। ৫৭ ও ৫৯ মিনিটে জোড়া গোল করে সমতায় ফেরান রিয়ালের মিডফিল্ডার ফেদেরিকো ভালভার্দে। আর ৮৪ মিনিটে রিয়ালের তৃতীয় গোল করেন ভিনিসিয়ুস জুনিয়র। লুকা মদরিচের অ্যাসিস্টে ডান পায়ে দুর্দান্ত গোল করেন ভিনি।
এই ম্যাচে রিয়াল কোচ আনচেলত্তি একটু ভিন্ন ফরম্যাশনে খেলেছেন। ৪-১-২-১-২ ফরম্যাশনে দল সাজিয়েছেন। যেকারণে কিছুটা চাপে পড়লেও সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে মিলানকে ৩-২ গোলে হারিয়েছে আনচেলত্তির দল। ম্যাচ শেষে আনচেলত্তি বলেন, ‘কয়েকটা জিনিস আমাদের একটু পরিবর্তন করতে হয়েছে। পিছিয়ে থেকে শুরু করা আমাদের জন্য একটু কঠিন ছিল। এই সিস্টেমটা আমার বেশ পছন্দ হয়েছে। চাপে মাঝেমধ্যে একটু সমস্যা হয়েছে। তবে আমি বেশ খুশি।’
বরুসিয়া ডর্টমুন্ড থেকে এবারই রিয়ালে এসেছেন জুড বেলিংহাম। ক্লাব প্রীতি ম্যাচে শুরুর একাদশেই তাকে (বেলিংহাম) খেলিয়েছেন আনচেলত্তি। কোনো গোল করা বা অ্যাসিস্ট না করলেও বেলিংহামের পারফরম্যান্সে মুগ্ধ আনচেলত্তি, ‘আমি সত্যিই বেলিংহামের পারফরম্যান্সে আমি মুগ্ধ। বেলিংহাম সত্যিই ভালো খেলেছে। তার যে অসাধারণ প্রতিভা রয়েছে, দলের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য যথেষ্ট।’
পাকিস্তানের স্কোরবোর্ডে যখন ১৩৫ রান উঠল, তাদের ভক্ত-সমর্থকেরা জয়ের আশা হয়তো তেমন একটা করেননি। দুবাইয়ের পিচ যতই ধীর গতির হোক, এত কম রান ডিফেন্ড করতে পাকিস্তানকে করতে হতো বিশেষ কিছুই। সালমান আলী আঘার নেতৃত্বাধীন পাকিস্তান সেটা করে দেখিয়েছে বাংলাদেশের বিপক্ষে।
২১ মিনিট আগেদুবাইয়ে গত রাতে বাংলাদেশকে ১১ রানে হারিয়ে ফাইনালের টিকিট কেটেছে পাকিস্তান। এদিকে ভারত তো আগেই উঠে গেছে ফাইনালে। শিরোপা নির্ধারণী ম্যাচে পরশু মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। তার আগে আজ টুর্নামেন্টের নিয়মরক্ষার ম্যাচে মুখোমুখি হবে ভারত-শ্রীলঙ্কা।
১ ঘণ্টা আগে২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরু হতে ৯ মাসের মতো বাকি থাকলেও এখনই যে দামামা বেজে গেছে। ১২ সেপ্টেম্বর টিকিট বিক্রির কার্যক্রমের প্রথম ধাপেই জমা পড়েছিল এক লাখের বেশি আবেদন। এবার ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ সামনে রেখে তিনটি রঙিন মাস্কট প্রকাশ করল ফিফা।
২ ঘণ্টা আগেবর্নাঢ্য ক্যারিয়ার ছিল ওয়েইন রুনির। ইংল্যান্ডের ইতিহাসের সর্বকালের সেরা ফুটবলারদের একজন মানা হয় তাঁকে। এমন একজন ফুটবলারই কি না পেয়ে বসেছিল মদের নেশা। মরে যাওয়ার মতো অবস্থা হয়েছিল ইংল্যান্ডের কিংবদন্তি ফুটবলার। এমন অবস্থায় তাঁকে বাঁচিয়েছেন তাঁর স্ত্রী কোলিন।
৩ ঘণ্টা আগে