অনেক দিন ধরেই গুঞ্জন চলছে, ব্রাজিলের কোচ হচ্ছেন কার্লো আনচেলত্তি। ব্রাজিল ফুটবল কনফেডারেশনেরও (সিবিএফ) ইচ্ছা তাঁকে কোচ নিয়োগ দেওয়ার। সিবিএফের সভাপতিসহ খেলোয়াড়েরা ইতালিয়ান কোচের সঙ্গে কাজ করার কথা সরাসরিও বলেছেন। কিন্তু নিজের মুখে ব্রাজিলের ডাগআউটে দাঁড়ানোর কোনো কথা বলেননি আনচেলত্তি।
শুধু জানিয়েছিলেন রিয়াল মাদ্রিদের সঙ্গে তাঁর এখনো চুক্তির মেয়াদ বাকি রয়েছে। এমন পরিস্থিতিতেই সংবাদ সংস্থা এএফপি গতকাল জানিয়েছে, ব্রাজিলের কোচ হচ্ছেন আনচেলত্তি। ২০২৪ কোপা আমেরিকা থেকে নেইমার-ভিনিসিয়ুসদের প্রধান কোচ হবেন তিনি। সিবিএফের এক সূত্রের বরাত দিয়ে এমনটি জানিয়েছে এএফপি।
এএফপি জানিয়েছে, ২০২৪ সালে রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে কোচ আনচেলত্তির। এরপর সেই বছরের জুনে যুক্তরাষ্ট্রে হতে যাওয়া কোপা আমেরিকা থেকে ব্রাজিলের দায়িত্ব নেবেন তিনি।
এতে করে গুঞ্জন সত্যি হওয়ার সঙ্গে দুই পক্ষের কথাও সঠিক হচ্ছে। ২০০২ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার পর আর কখনো চ্যাম্পিয়নের স্বাদ না পাওয়া ব্রাজিল বিদেশি কোচের প্রতি আস্থা রাখতে চায়। সর্বশেষ কাতার বিশ্বকাপে শেষ আটে বিদায় নেওয়ার পর এটা আরও জোরালো হয়। এবং তাদের প্রথম পছন্দ ছিল আনচেলত্তি। তাঁকে পেতে এক বছর অপেক্ষা করার কথা কিছুদিন আগে জানিয়েছিলেন সিবিএফ সভাপতি এদনালদো রদ্রিগেজ। এএফপির কথা সত্যি হলে সামনে তেমনই হতে যাচ্ছে।
অন্যদিকে আনচেলত্তি বরাবরই বলে আসছিলেন লস ব্ল্যাঙ্কোসদের সঙ্গে চুক্তি শেষ হওয়ার পরই ব্রাজিলের কোচ হওয়ার বিষয়টি নিয়ে তিনি ভাববেন। আর তিনি তা-ই করছেন। ২০২৪ সালের জুনে তাঁর মেয়াদ শেষ হবে স্প্যানিশ ক্লাবের সঙ্গে। এরপর তিনি দায়িত্ব নিচ্ছেন ব্রাজিলের। প্রায় ৬০ বছরের মধ্যে ব্রাজিলের প্রথম বিদেশি কোচ হবেন তিনি। সর্বশেষ বিদেশি কোচ ছিলেন ফিলিপো নুনেজ। তবে ১৯৬৫ সালে এক ম্যাচের জন্য ব্রাজিল কোচের দায়িত্বে ছিলেন এই আর্জেন্টাইন।
আনচেলত্তির আগে অবশ্য ব্রাজিলের দায়িত্ব পালন করবেন নতুন অন্তর্বর্তীকালীন কোচ ফার্নান্দো দিনিজ। গতকাল তাঁকে রামন মেনেজেসের পরিবর্তে দায়িত্ব দিয়েছে সিবিএফ। তাঁকে নিয়োগের বিষয়ে সিবিএফ সভাপতি রদ্রিগেজ বলেছেন, ‘এক বছরের জন্য দায়িত্ব পালন করবেন ফার্নান্দো দিনিজ। তিনি দক্ষতার সঙ্গেই এ দায়িত্ব পালন করবেন বলে আমি নিশ্চিত। পেশাদার ক্যারিয়ারে তিনি সব সময় এটি করে আসছেন।’
ব্রাজিলের কোচ হওয়াকে স্বপ্ন এবং সম্মানের বলে জানিয়েছেন দিনিজ। ৪৯ বছর বয়সী কোচ বলেছেন, ‘জাতীয় দলে কাজ করা একটি স্বপ্ন, সম্মান এবং বিশাল গর্বের।’
অনেক দিন ধরেই গুঞ্জন চলছে, ব্রাজিলের কোচ হচ্ছেন কার্লো আনচেলত্তি। ব্রাজিল ফুটবল কনফেডারেশনেরও (সিবিএফ) ইচ্ছা তাঁকে কোচ নিয়োগ দেওয়ার। সিবিএফের সভাপতিসহ খেলোয়াড়েরা ইতালিয়ান কোচের সঙ্গে কাজ করার কথা সরাসরিও বলেছেন। কিন্তু নিজের মুখে ব্রাজিলের ডাগআউটে দাঁড়ানোর কোনো কথা বলেননি আনচেলত্তি।
শুধু জানিয়েছিলেন রিয়াল মাদ্রিদের সঙ্গে তাঁর এখনো চুক্তির মেয়াদ বাকি রয়েছে। এমন পরিস্থিতিতেই সংবাদ সংস্থা এএফপি গতকাল জানিয়েছে, ব্রাজিলের কোচ হচ্ছেন আনচেলত্তি। ২০২৪ কোপা আমেরিকা থেকে নেইমার-ভিনিসিয়ুসদের প্রধান কোচ হবেন তিনি। সিবিএফের এক সূত্রের বরাত দিয়ে এমনটি জানিয়েছে এএফপি।
এএফপি জানিয়েছে, ২০২৪ সালে রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে কোচ আনচেলত্তির। এরপর সেই বছরের জুনে যুক্তরাষ্ট্রে হতে যাওয়া কোপা আমেরিকা থেকে ব্রাজিলের দায়িত্ব নেবেন তিনি।
এতে করে গুঞ্জন সত্যি হওয়ার সঙ্গে দুই পক্ষের কথাও সঠিক হচ্ছে। ২০০২ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার পর আর কখনো চ্যাম্পিয়নের স্বাদ না পাওয়া ব্রাজিল বিদেশি কোচের প্রতি আস্থা রাখতে চায়। সর্বশেষ কাতার বিশ্বকাপে শেষ আটে বিদায় নেওয়ার পর এটা আরও জোরালো হয়। এবং তাদের প্রথম পছন্দ ছিল আনচেলত্তি। তাঁকে পেতে এক বছর অপেক্ষা করার কথা কিছুদিন আগে জানিয়েছিলেন সিবিএফ সভাপতি এদনালদো রদ্রিগেজ। এএফপির কথা সত্যি হলে সামনে তেমনই হতে যাচ্ছে।
অন্যদিকে আনচেলত্তি বরাবরই বলে আসছিলেন লস ব্ল্যাঙ্কোসদের সঙ্গে চুক্তি শেষ হওয়ার পরই ব্রাজিলের কোচ হওয়ার বিষয়টি নিয়ে তিনি ভাববেন। আর তিনি তা-ই করছেন। ২০২৪ সালের জুনে তাঁর মেয়াদ শেষ হবে স্প্যানিশ ক্লাবের সঙ্গে। এরপর তিনি দায়িত্ব নিচ্ছেন ব্রাজিলের। প্রায় ৬০ বছরের মধ্যে ব্রাজিলের প্রথম বিদেশি কোচ হবেন তিনি। সর্বশেষ বিদেশি কোচ ছিলেন ফিলিপো নুনেজ। তবে ১৯৬৫ সালে এক ম্যাচের জন্য ব্রাজিল কোচের দায়িত্বে ছিলেন এই আর্জেন্টাইন।
আনচেলত্তির আগে অবশ্য ব্রাজিলের দায়িত্ব পালন করবেন নতুন অন্তর্বর্তীকালীন কোচ ফার্নান্দো দিনিজ। গতকাল তাঁকে রামন মেনেজেসের পরিবর্তে দায়িত্ব দিয়েছে সিবিএফ। তাঁকে নিয়োগের বিষয়ে সিবিএফ সভাপতি রদ্রিগেজ বলেছেন, ‘এক বছরের জন্য দায়িত্ব পালন করবেন ফার্নান্দো দিনিজ। তিনি দক্ষতার সঙ্গেই এ দায়িত্ব পালন করবেন বলে আমি নিশ্চিত। পেশাদার ক্যারিয়ারে তিনি সব সময় এটি করে আসছেন।’
ব্রাজিলের কোচ হওয়াকে স্বপ্ন এবং সম্মানের বলে জানিয়েছেন দিনিজ। ৪৯ বছর বয়সী কোচ বলেছেন, ‘জাতীয় দলে কাজ করা একটি স্বপ্ন, সম্মান এবং বিশাল গর্বের।’
চীনের চেংদুতে চলছে ওয়ার্ল্ড গেমস। এই প্রতিযোগিতায় অংশ নিয়ে অসুস্থ হয়ে না ফেরার দেশে চলে গেছেন ইতালির ওরিয়েন্টিয়ারিং অ্যাথলেট মাত্তিয়া দেবের্তোলিস। গত ৮ আগস্ট প্রতিযোগিতায় অংশ নেওয়ার সময় অজ্ঞান হয়ে পড়ে যান দেবোর্তোলিস। এর চার দিন পর গতকাল মারা যান ২৯ বছর বয়সী এই অ্যাথলেট।
৩১ মিনিট আগেএশিয়া কাপের আগে বাংলাদেশের বিপক্ষে সাদা বলের সিরিজ খেলার কথা ছিল ভারতের। কিন্তু সেই সিরিজ পিছিয়ে নেওয়া হয়েছে আগামী বছরে। এশিয়া কাপের আগে তাই আর কোনো সিরিজ নেই তাদের।
৪ ঘণ্টা আগেএশিয়া কাপ ও নেদারল্যান্ডস সিরিজ সামনে রেখে ভোর থেকেই ব্যস্ততা বাড়ে মিরপুরের হোম অব ক্রিকেটের জিমে। বিসিবির স্ট্রেংথ ও কন্ডিশনিং কোচ নাথান কেলি জিম থেকে মূল মাঠ, আবার সেখান থেকে পল্টনের জাতীয় স্টেডিয়াম পর্যন্ত ছুটছেন একঝাঁক ক্রিকেটার নিয়ে। উদ্দেশ্য তাঁর একটাই ক্রিকেটারদের ফিটনেসকে পোক্ত করে তোলা। ভাল
৪ ঘণ্টা আগেআন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
৫ ঘণ্টা আগে