Ajker Patrika

সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন আনচেলত্তি

আপডেট : ২৬ এপ্রিল ২০২৩, ১১: ০৯
সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন আনচেলত্তি

এবারের মৌসুমে অন্যান্য প্রতিযোগিতায় দুর্দান্ত ছন্দে থাকলেও লা লিগার সময়টা রিয়াল মাদ্রিদের জন্য কঠিন যাচ্ছিল। গতকাল জিরোনার বিপক্ষে ৪-২ গোলের হার লা লিগার হতাশা আরও বাড়িয়ে দিয়েছে। এতে করে শিরোপা ধরে রাখা তাদের অসম্ভব হয়ে পড়েছে বর্তমান চ্যাম্পিয়নদের।

এটা বুঝেই হয়তো জিরোনার কাছে বিধ্বস্ত হওয়ার পর রিয়ালের সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন কার্লো আনচেলত্তি। লস ব্ল্যাংকোসদের কোচ বলেছেন, ‘ম্যাচটি রিয়ালকে প্রতিনিধিত্ব করে না। আমরা এর জন্য ক্ষমাপ্রার্থী। তবে আমাদের অবশ্যই সামনের দিকে তাকাতে হবে।’

জিরোনার মাঠে হারার ব্যাখ্যায় আনচেলত্তি বলেছেন, ‘বিষয়টি জটিল কিন্তু ব্যাখ্যা করা সহজ। শেষ ম্যাচটির মতো আমরা আগ্রাসী খেলতে পারিনি। প্রতিশ্রুতিরও যথেষ্ট ঘাটতি ছিল। বল পায়ে আমরা ভালোই খেলছিলাম। কিন্তু বল পায়ে না থাকায় বেশ ফাঁকা জায়গা তৈরি হয়েছিল।’

সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে অন্য টুর্নামেন্টে ভালো করার আশা ব্যক্ত করে আনচেলত্তি বলেছেন, ‘বুঝতে পারছি আপনারা আঘাত পেয়েছেন। আমরা ক্ষমা চাইছি। তবে আপনারা জানেন যে আমরা সামনে ভালো করব। বিশেষ করে কোপা দেল রের ফাইনাল ও ম্যানচেস্টার সিটির বিপক্ষে সেমিফাইনালে।’

লিগের ৯ নম্বর দল হলেও গতকাল নিজেদের চেনা মাঠে দুর্দান্ত খেলে জিরোনা। রিয়ালের বিপক্ষে শুরু থেকেই আক্রমণাত্মক হয়ে ২৪ মিনিটের মধ্যে ২ গোলে এগিয়ে যায় তারা। ২টি গোলই করেন তাতি কাস্তেয়ানোস। তবে ৩৪ মিনিটে ভিনিসিয়ুস জুনিয়রের বরাতে ১ গোল শোধ করে বিরতিতে যায় রিয়াল।

কিন্তু বিরতি শেষে শুরুর মিনিটে তৃতীয় গোল হজম করে বসে লস ব্ল্যাংকোসরা। ৪৬ মিনিটের গোলে হ্যাটট্রিক পূর্ণ করেন তাতি। পরে ৬২ মিনিটে আরেকটি গোল করে একুশ শতকে প্রথম খেলোয়াড় হিসেবে লা লিগায় রিয়ালের বিপক্ষে ৪ গোলের রেকর্ড গড়েছেন আর্জেন্টিনার স্ট্রাইকার। সর্বশেষ ১৯৪৭ সালে রিয়ালের বিপক্ষে এই কীর্তি গড়েছিলেন ওভিয়েদোর স্ট্রাইকার এস্তেবান এচেভেরিয়া। আর শেষ দিকে ৮৫ মিনিটে লুকাস ভাসকেজ আরেকটি গোল শোধ দিয়ে রিয়ালের পরাজয়ের ব্যবধান শুধু কমান।

এই হারে শিরোপার লড়াই থেকে বলা যায় ছিটকে গেছে রিয়াল। অন্যদিকে লাভ হয়েছে বার্সেলোনার। এক ম্যাচ কম খেলেই ১৪ পয়েন্টে এগিয়ে কাতালান ক্লাব। ৩০ ম্যাচে ৭৬ পয়েন্ট নিয়ে জাভি হার্নান্দেজের দল শীর্ষে। আর ৩১ ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ওসমান হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আটক

রাজধানীতে অপরাধ: ১৪ ভাগ করে মিরপুর নিয়ন্ত্রণ করছে চার শীর্ষ সন্ত্রাসী

হাদিকে হত্যাচেষ্টা: সন্দেহভাজন ফয়সালের ব্যাংক হিসাব জব্দ

আজকের রাশিফল: প্রাক্তন ফোন করবে ও পুরোনো পাওনা টাকার কথা স্মরণ হবে, তবে পরিণতি একই

বকশীগঞ্জের ‘বটগাছ’খ্যাত বিএনপি নেতা আব্দুর রউফ তালুকদারের ইসলামী আন্দোলনে যোগদান

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ