বোরো আবাদ অনিশ্চিত
কেশবপুরে চলতি বছর ১৬ বিলের ৩ হাজার হেক্টর জমিতে বোরো আবাদ অনিশ্চিত হয়ে পড়েছে। স্থানীয় ঘেরমালিকেরা বিলের পানি নিষ্কাশনের শর্তে ঘের লিজ নিলেও পানি নিষ্কাশনের নামে সময় ক্ষেপণ করায় এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। সময়মতো বিলগুলোর পানি নিষ্কাশন না হওয়ায় ওই সব বিলে বোরো আবাদ নিয়ে কৃষকদের মধ্যে দেখা দ