Ajker Patrika

খাদ্য দিবসে পুষ্টি নিরাপত্তায় জোর দেওয়ার তাগিদ

আপডেট : ১৭ অক্টোবর ২০২১, ১০: ০৫
খাদ্য দিবসে পুষ্টি নিরাপত্তায় জোর দেওয়ার তাগিদ

ময়মনসিংহ নগরীসহ বিভিন্ন উপজেলায় নানা আয়োজনে বিশ্ব খাদ্য দিবস পালন করা হয়েছে। ‘ভালো উৎপাদনে ভালো পুষ্টি আর ভালো পরিবেশেই উন্নত জীবন’ স্লোগানে দিবসটি উপলক্ষে গতকাল শনিবার শোভাযাত্রা, আলোচনা সভাসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়। এসব অনুষ্ঠানে পুষ্টি নিরাপত্তা নিশ্চিতে জোর দেওয়ার তাগিদ দেন সংশ্লিষ্টরা।

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহে বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে গতকাল শনিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন, খাদ্য বিভাগ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার ফজলে রাব্বি প্রমুখ।

ফুলপুর প্রতিনিধি: ফুলপুরে বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে গতকাল শনিবার সকালে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শীতেষ চন্দ্র সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আলমামুন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কামরুল হাসান কামু প্রমুখ। কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘বাংলাদেশ খাদ্যশস্যে স্বয়ংসম্পন্ন হয়েছে। সরকার এখন পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে।’

হালুয়াঘাট প্রতিনিধি: হালুয়াঘাট উপজেলায় বিশ্ব খাদ্য দিবসে গতকাল শনিবার সকালে উপজেলা সভাকক্ষে আলোচনা সভা ও শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রাটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে সভাকক্ষে এসে শেষ হয়। পরে আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রেজাউল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ জুয়েল আরেং।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. কবিরুল ইসলাম বেগ, পৌর মেয়র খায়রুল আলম ভূঞা, হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুজ্জামান খান প্রমুখ।

তারাকান্দা প্রতিনিধি: তারাকান্দায় গতকাল শনিবার শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়। বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা শুরু হয়ে উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় ইউএনও মিজাবে রহমতের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা রকিব আল রানা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কাওছার আহম্মদ খান প্রমুখ।

গৌরীপুর প্রতিনিধি: গৌরীপুরে গতকাল শনিবার দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও শোভাযাত্রার আয়োজন করা হয়। ইউএনও হাসান মারুফের সভাপতিত্বে ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা শরিফুল ইসলামের সঞ্চালনায় অফিসার্স ক্লাবে আলোচনা সভায় বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ডা. হেলাল উদ্দিন আহাম্মদ প্রমুখ। পরে জ্যেষ্ঠ উপ সহকারী কৃষি কর্মকর্তা আনিছুর রহমানের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

ভালুকা প্রতিনিধি: গতকাল শনিবার ভালুকায় বিশ্ব খাদ্য দিবসে শোভাযাত্রা বের করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (দায়িত্বপ্রাপ্ত এসিল্যান্ড) আব্দুল্লাহ আল বাকীউল বারীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ। আরও বক্তব্য রাখেন কৃষি কর্মকর্তা জেসমিন জাহান, ভালুকা প্রেসক্লাবের সাবেক সভাপতি কামরুল হাসান পাঠান কামাল প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সাংবাদিক নির্যাতনের মামলায় কুড়িগ্রামের সাবেক ডিসি সুলতানা পারভীন কারাগারে

শিবিরের বট আইডির অ্যাটাক আমিও কম খাই নাই: শিবির প্যানেলের প্রার্থী জুমা

নীলফামারীর উত্তরা ইপিজেডে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, গুলি, এক শ্রমিক নিহত

পাকিস্তানকে সমর্থন করায় ভারত এসসিওর সদস্যপদ আটকে দেয়: আজারবাইজান

দেশে চালু হলো ৫-জি নেটওয়ার্ক, কী কী সুবিধা মিলবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত