Ajker Patrika

ভর্তি পরীক্ষায় নানা ভোগান্তি

শাহীন রহমান, পাবনা
আপডেট : ১৮ অক্টোবর ২০২১, ১৩: ৩১
ভর্তি পরীক্ষায় নানা ভোগান্তি

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ২০টি সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। গতকাল রোববার অনুষ্ঠিত এ গুচ্ছ ভর্তি পরীক্ষায় স্বাস্থ্যবিধি মানা হয়নি বলে অভিযোগ উঠেছে। এ ছাড়া পরীক্ষা শুরুর আগে যানজট, প্রবেশপত্রে পরীক্ষার ভবনের নাম ভুল প্রকাশ, কক্ষে দেয়াল ঘড়ি না থাকাসহ নানা ধরনের ভোগান্তির শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা।

সরেজমিনে ও শিক্ষার্থীদের সঙ্গে কথা জানা গেছে, পরীক্ষার আগ মুহূর্তে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে সংস্কার কাজ চলমান থাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে অনেক শিক্ষার্থীর সময়মতো পরীক্ষার হলে পৌঁছাতে পারেননি। এ ছাড়া বিভিন্ন পরীক্ষা কক্ষে দেয়াল ঘড়ি না থাকায় সময় নিয়ে শিক্ষার্থীরা বিড়ম্বনায় পড়েন বলে জানা গেছে।

পাশাপাশি পরীক্ষার্থীদের আসনবিন্যাসে ভবনের নাম ভুল থাকায় আসন খুঁজে পেতে বিপাকে পড়েন অনেকে। কিছু পরীক্ষার হলে গাদাগাদি করে এক কক্ষে অনেক পরীক্ষার্থীকে পরীক্ষা দিতে হয়েছে বলেও অভিযোগ উঠেছে।

ভর্তি–ইচ্ছুক আরমান শরিফ অভিযোগ করে বলেন, ‘১২টায় আমার পরীক্ষা ছিল। তীব্র যানজটের কারণে বিশ্ববিদ্যালয়ের মূল গেট থেকে হেঁটে পরীক্ষার হলে পরীক্ষা শুরুর আগ মুহূর্তে পৌঁছেছি। এ কারণে মানসিক চাপ নিয়ে পরীক্ষার হলে বসতে হয়েছে। এমনটা না হলে হয়তো আমি পরীক্ষায় আরও কিছু প্রশ্নের উত্তর দিতে পারতাম।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ মহির উদ্দীন বলেন, ‘পরীক্ষা শুরুর আগে বিশ্ববিদ্যালয়ে প্রধান ফটকে এবং জব্বার মোড়ে কিছুটা যানজটের সৃষ্টি হয়েছিল। পরে আমি নিজে গিয়ে সেখানে যান চলাচল স্বাভাবিক করেছি। কিছু কিছু শ্রেণিকক্ষে অনেক দিন ক্লাস না হওয়ায় হয়তো দেয়াল ঘড়ির সমস্যা থাকতে পারে।’

প্রক্টর আরও বলেন, ‘ক্যাম্পাসে আমাদের সর্বোচ্চসংখ্যক স্বেচ্ছাসেবক ছিল। আসন খুঁজে পেতে কোনো পরীক্ষার্থীর সমস্যা হয়েছে বলে জানা যায়নি। পাশাপাশি স্বাস্থ্যবিধির মানার বিষয়টি আমরা সর্বাত্মক চেষ্টা করেছি। আমাদের আন্তরিকতার কোনো ঘাটতি ছিল না।’

ভর্তি পরীক্ষা নিয়ন্ত্রক ও ডিন কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, ‘আমরা সঠিক সময়ে সকল পরীক্ষার কক্ষে প্রশ্নপত্র সরবরাহ করেছি। কোথাও কোনো প্রশ্ন ফাঁস বা অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটেনি।’

ভর্তি পরীক্ষা নিয়ন্ত্রক শাখা থেকে জানা যায়, বাকৃবিতে গুচ্ছ ভর্তি পরীক্ষায় আসনসংখ্যা ছিল ১১ হাজার ৫৩৯ টি। পরীক্ষায় অংশ নেয় ১০ হাজার ৮০১ জন ভর্তি–ইচ্ছুক। উপস্থিতির হার ছিল ৯৩ দশমিক ৬ শতাংশ। দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত ভর্তি পরীক্ষা চলে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত