বদলাচ্ছে আফগান পরিস্থিতি
চলতি বছরের মধ্য আগস্টে দ্বিতীয় দফায় ক্ষমতা গ্রহণকারী তালেবানদের নিয়ে প্রতিবেশী দেশ ও আন্তর্জাতিক পক্ষগুলোর সংশয় এখনো কাটেনি। তারপরও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এবং প্রতিবেশী ভারত তালেবানের সঙ্গে বিভিন্নভাবে যোগাযোগ গড়ে তুলছে, যা ১৯৯৬-২০০১ সালের তালেবান সরকার সঙ্গে বড় তফাত।