Ajker Patrika

নতুন শঙ্কায় পুরোনো পথে বিশ্ব

আজকের পত্রিকা ডেস্ক
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২১, ১২: ৪৫
নতুন শঙ্কায় পুরোনো পথে বিশ্ব

প্রায় দুই বছরের ধাক্কা সামলে বিশ্ব যখন করোনা মহামারি থেকে উত্তরণের পথে, ঠিক সে সময়ই দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হয়েছে করোনাভাইরাসের ‘উচ্চ সংক্রামক’ নতুন ধরন ওমিক্রন। শনাক্ত হওয়ার পর থেকেই যা বিশ্বজুড়ে বাড়িয়ে চলেছে উদ্বেগ। তবে ওমিক্রন কতটা সংক্রামক, এটি প্রতিরোধে টিকা কার্যকর কি না কিংবা এর কারণে মহামারি পরিস্থিতির অবনতি হবে কি না–এ ধরনের বিভিন্ন প্রশ্নের স্পষ্ট কোনো উত্তর এখন পর্যন্ত না মিললেও; অজানা আতঙ্কে লকডাউন, টিকাদান কার্যক্রম বাড়ানো, মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করাসহ আগের মতোই কঠোর বিধিনিষেধের পথে হাঁটতে শুরু করেছে বিশ্বের বিভিন্ন দেশ।

সিএনএন বলছে, বিশ্বে এ পর্যন্ত দেড় শতাধিক মানুষের দেহে করোনার নতুন ধরন শনাক্ত হয়েছে। এটি দ্রুত ছড়াতে থাকায় দক্ষিণ আফ্রিকা ও এর আশপাশের দেশগুলোর ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে বিশ্বের কমপক্ষে ৭০টি দেশ।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর খবর অনুযায়ী, এখন পর্যন্ত ওমিক্রনে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে বিশ্বের ১৮টি দেশে।

বিধিনিষেধ পুনঃ প্রবর্তন
শুরু থেকেই করোনা নিয়ন্ত্রণে অন্যতম সফল দেশ জার্মানি। তবে সম্প্রতি দেশটিতে দৈনিক সংক্রমণ বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৮০ হাজারে। পরিস্থিতি বিবেচনায় দেশজুড়ে সম্ভাব্য লকডাউনের ইঙ্গিত দিয়েছেন জার্মানির শীর্ষ স্বাস্থ্য কর্মকর্তারা।

মোট জনসংখ্যার ৮৬ শতাংশকে টিকার আওতায় আনা পর্তুগালও কঠোর বিধিনিষেধ ফিরিয়ে এনেছে। আজ বুধবার থেকে দেশটিতে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। পাশাপাশি রেস্তোরাঁ, নাইটক্লাবে প্রবেশের জন্য টিকা সনদ দেখানোর নিয়ম জারি করা হয়েছে।

যুক্তরাজ্য সরকার ‘হার্ড ইমিউনিটি’ অর্জনের কথা বললেও, দেশটিতে চলতি মাসে গড়ে প্রতিদিন প্রায় ৪০ হাজার করোনা রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যেই ওমিক্রন আতঙ্কে গত শনিবার বিধিনিষেধ পুনর্বহাল করার ঘোষণা দিতে বাধ্য হয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।

স্পেন সরকারও দেশটিতে প্রবেশের ক্ষেত্রে কঠোর নিয়ম চালু করেছে। নতুন নিয়মের অধীনে, ইইউর বাসিন্দা নন এমন ভ্রমণকারীদের পূর্ণ ডোজ টিকা নেওয়া থাকতে হবে। ‘ঝুঁকিপূর্ণ’ দেশগুলোর বাসিন্দাদের টিকা দেওয়ার প্রমাণ ছাড়াও করোনা নেগেটিভ সনদ দেখাতে হবে। একই ধরনের বিধিনিষেধ জারি করার কথা ভাবছে ফ্রান্স, ইউক্রেন, ইতালি, রাশিয়া, সুইডেন, আয়ারল্যান্ডসহ আরও বেশ কিছু দেশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত