Ajker Patrika

যুক্তরাষ্ট্রে পৌঁছাল ওমিক্রন জরুরি পদক্ষেপ ব্রিটেনের

রয়টার্স, ওয়াশিংটন ও টোকিও
আপডেট : ০৩ ডিসেম্বর ২০২১, ১৫: ২২
যুক্তরাষ্ট্রে পৌঁছাল ওমিক্রন জরুরি পদক্ষেপ ব্রিটেনের

বিশ্বের ২৫টির বেশি দেশের পর এবার যুক্তরাষ্ট্রেও শনাক্ত হয়েছে করোনার নতুন ধরন ওমিক্রন। ক্যালিফোর্নিয়ায় আক্রান্ত হওয়া ওই ব্যক্তি করোনার দুই ডোজ টিকা নিয়েছিলেন। কিন্তু গত ২২ নভেম্বর দক্ষিণ আফ্রিকা থেকে দেশে ফেরার সাত দিন পর তাঁর দেহে ওমিক্রন শনাক্ত হয়। এর অনেক আগেই ব্রিটেনে শনাক্ত হয়েছে ওমিক্রন। পরিস্থিতি বিবেচনায় করোনার গুরুতর উপসর্গের ক্ষেত্রে গ্ল্যাক্সোস্মিথক্লাইনের (জিএসকে) ককটেল থেরাপি ‘সতরোভিমাব’ ব্যবহারের অনুমোদন দিয়েছে দেশটি। ওমিক্রন ধরনের বিরুদ্ধে এ থেরাপি কার্যকর বলে প্রাথমিক ট্রায়াল শেষে জানিয়েছে জিএসকে।

এদিকে যুক্তরাষ্ট্রে ওমিক্রন শনাক্তের পর বিধিনিষেধে আরও বাড়ানোর পরিকল্পনা করছে অনেক দেশ। এমনকি খোদ যুক্তরাষ্ট্রও। ভ্রমণকারীদের জন্য মাস্ক পরা বাধ্যবাধকতা আগামী মার্চ পর্যন্ত রাখার সিদ্ধান্ত জানাতে পারেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এ ছাড়া এয়ারলাইনস কোম্পানিগুলোর কাছে দক্ষিণ আফ্রিকা থেকে আসা যাত্রীদের নাম-ঠিকানা চেয়েছে যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি)।

গত ২৮ নভেম্বর পর্যন্ত প্রকাশিত বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য বলছে, ওমিক্রনের কারণে ভ্রমণে নতুন করে বিধিনিষেধ জারি করেছে ৫৬টি দেশ। দক্ষিণ কোরিয়ায় গতকাল এক দিনে সর্বোচ্চ করোনা রোগী শনাক্ত হয়েছেন ৫ হাজার ২৬৬ জন। ফলে টিকা নিলেও এখন থেকে দেশটিতে প্রবেশ করার পর থাকতে হবে দুই সপ্তাহের কোয়ারেন্টিনে। একই পথে হাঁটছে ইন্দোনেশিয়া। দক্ষিণ আফ্রিকায়ও ওমিক্রনের সংক্রমণ বেড়েছে।

বিধিনিষেধের কারণে আগেই অর্থনৈতিক সংকটের ইঙ্গিত দিয়েছে জাপানের কেন্দ্রীয় ব্যাংক। করোনা কাটিয়ে যে পুনরুত্থানের দিকে বিশ্ব এগিয়ে যাচ্ছিল, সেটি আরও বিলম্বিত হতে পারে বলেও শঙ্কা প্রকাশ করেছে দেশটি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভিসা ছাড়া পাকিস্তান সফরের চুক্তি হতে পারে শিগগির

স্ত্রীকে হতে হবে নোরা ফাতেহির মতো, না খাইয়ে রেখে তিন ঘণ্টা করে ব্যায়াম করান স্বামী

ঢাকা কলেজের বাস ভাঙচুর, আবারও শিক্ষার্থীদের সংঘর্ষ, পুলিশের টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড

সাদাপাথর লুট: ৫১ ব্যক্তি ও প্রতিষ্ঠানের সংশ্লিষ্টতা পেয়েছে দুদক

বাংলা বলায় কলকাতার মার্কেটে ছুরি, বন্দুকের বাঁট ও হকিস্টিক নিয়ে ছাত্রদের ওপর হামলা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত