Ajker Patrika

ওমিক্রনে আতঙ্কিত না হয়ে টিকায় জোর বিশেষজ্ঞদের

আজকের পত্রিকা ডেস্ক
আপডেট : ০২ ডিসেম্বর ২০২১, ১৭: ৩৫
ওমিক্রনে আতঙ্কিত না হয়ে টিকায় জোর বিশেষজ্ঞদের

করোনার ওমিক্রন ধরন শনাক্ত হওয়ার পর ভ্রমণে নতুন করে বিধিনিষেধ আরোপ করছে যুক্তরাষ্ট্রও। তবে নতুন ধরন নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তাঁর সঙ্গে সুর মেলালেন টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান বায়োএনটেকের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী (সিইও) উগুর সাহিন। গত মঙ্গলবার ওয়াল স্ট্রিট জার্নালকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ওমিক্রন নিয়ে ঘাবড়ে যাওয়ার কিছু নেই। সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

উগুর সাহিন বলেন, ‘টিকা নেওয়ারা এ ধরনে আক্রান্ত হলেও গুরুতর অসুস্থ হবেন না। আমাদের বার্তা হচ্ছে, ঘাবড়ে যাবেন না। পরিকল্পনা আগের মতোই আছে, বুস্টার ডোজ দেওয়ার কার্যক্রম দ্রুত চালাতে হবে।’ এ ছাড়া ভারতে রাজ্যগুলোকে করোনার পরীক্ষা বাড়ানোর তাগিদ দিয়েছে দেশটির কেন্দ্রীয় সরকার।

এদিকে, আফ্রিকার দেশ নাইজেরিয়া এবং আরব দেশ সৌদি আরবেও ওমিক্রন শনাক্ত হয়েছে। গতকাল বুধবার সৌদির রাষ্ট্রীয় গণমাধ্যম এসপিএ জানিয়েছে, উত্তর আফ্রিকার একটি দেশ থেকে আসা একজন নাগরিকের দেহে ওমিক্রন ধরা পড়েছে। দক্ষিণ আমেরিকায়ও এ ধরন পৌঁছে গেছে। টিকা নেওয়ার পরও জার্মানিতে চারজন ওমিক্রনে আক্রান্ত হয়েছেন। এ ধরনে আক্রান্ত ডেনমার্কের এক নাগরিক কনসার্টে যাওয়ায় প্রায় দেড় হাজার মানুষের দেহে ছড়িয়ে পড়ার শঙ্কা দেখা দিয়েছে। জাপানে নতুন করে আরেকজনের দেহে ওমিক্রন ছড়িয়ে পড়ায় সব ফ্লাইট বন্ধ করে দেওয়া হয়েছে।

মহামারি ঠেকাতে চুক্তি

করোনার মতো মহামারি রুখতে একত্রে কাজ করার জন্য বৈশ্বিক চুক্তি করতে একমত হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদস্য দেশগুলো।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত