এ সপ্তাহের ওটিটি
রহস্যের মোড়কে ঘেরা চার মেয়ের বন্ধুত্বের গল্প। বন্ধুত্বের আড়ালে চার মেয়ের মধ্যকার রেষারেষি, রাজনীতি, বিরোধের গল্প নিয়ে চেনা ছকের বাইরে মেয়েদের চরিত্রের অন্যান্য দিক ফুটে উঠেছে সিরিজে। মেয়েরা যে সব সময় শিকার নয়, সেটাই দেখানো হয়েছে সিরিজ়ে।