Ajker Patrika

এ সপ্তাহের সিনেমা

বিনোদন প্রতিবেদক
এ সপ্তাহের সিনেমা

আজ সারা দেশে মুক্তি পাচ্ছে দুটি সিনেমা। একটি রকিবুল আলম রাকিব পরিচালিত ‘কথা দিলাম’, অন্যটি মোস্তাফিজুর রহমান বাবুর ‘মন দিয়েছি তারে’।

কথা দিলাম 
সামাজিক ও পারিবারিক দ্বন্দ্ব নিয়ে গ্রামীণ পটভূমিতে লেখা গল্পে নির্মিত সিনেমা ‘কথা দিলাম’। অভিনয় করেছেন সাবরিনা সুলতানা কেয়া ও জামশেদ শামীম। এ সিনেমা দিয়ে দীর্ঘদিন পর বড় পর্দায় ফিরছেন কেয়া। জসিম উদ্দিন আকাশের প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করেছেন রকিবুল আলম রাকিব। নির্মাতা রাকিব বলেন, ‘একসময় বাংলাদেশে গ্রামীণ পটভূমির চলচ্চিত্র বেশ জনপ্রিয় ছিল। আমি নতুন জুটি নিয়ে গ্রামীণ গল্পে সিনেমাটি নির্মাণ করেছি। আশা করছি, সবার ভালো লাগবে।’ আরও অভিনয় করেছেন সমু চৌধুরী, জ্যাকি আলমগীর, কাজল প্রমুখ। মুক্তি পাচ্ছে ১৩টি প্রেক্ষাগৃহে। 

মন দিয়েছি তারে 
গ্রামীণ পটভূমিতে লেখা নিটল প্রেমের গল্প দিয়ে মোস্তাফিজুর রহমান বাবু তৈরি করেছেন ‘মন দিয়েছি তারে’। অভিনয় করেছেন আসিফ ইমরোজ ও অমৃতা খান। নির্মাতা মোস্তাফিজুর রহমান বাবু বলেন, ‘সিনেমার কাজ অনেক দিন আগে শেষ হলেও করোনার কারণে মুক্তি দেওয়া সম্ভব হয়নি। এর গানগুলোও ভালো হয়েছে। গ্রামীণ পটভূমি হলেও শহরের দর্শকের ভালো লাগবে সিনেমাটি।’ আরও অভিনয় করেছেন সাদেক বাচ্চু, সুজাতা, কাকন শাহ প্রমুখ। সিনেমাটি মুক্তি পাচ্ছে সারা দেশের ১৫টি প্রেক্ষাগৃহে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কথিত গোয়েন্দা এনায়েতকে বিমানবন্দরে অভ্যর্থনা জানান এক পুলিশ কর্মকর্তা, প্রাডো গাড়িও দেন তাঁকে

৯ পুলিশ পরিদর্শক বাধ্যতামূলক অবসরে

গণবিক্ষোভ আতঙ্কে মোদি সরকার, ১৯৭৪-পরবর্তী সব আন্দোলন নিয়ে গবেষণার নির্দেশ

‎ডিভোর্সের পরও জোর করে রাতযাপন, বর্তমান স্বামীকে নিয়ে প্রাক্তন স্বামীকে হত্যা ‎

হতাশায় শেষ হচ্ছে ইলিশের মৌসুম, আসছে নিষেধাজ্ঞা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত