Ajker Patrika

রুনা খানের ভিন্ন অভিজ্ঞতা

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৩, ১৪: ৩৩
রুনা খানের ভিন্ন অভিজ্ঞতা

শুটিংয়ের জন্য কত জায়গায় যেতে হয় অভিনয়শিল্পীদের! নতুন জায়গা, নতুন মানুষের সঙ্গে পরিচয় জন্ম দেয় নতুন বোধ ও অভিজ্ঞতার। তবে এর মাঝে এমন কিছু মুহূর্ত আসে, যেগুলো মনের ফ্রেমে বাঁধাই হয়ে থাকে।

সম্প্রতি তেমন এক ভিন্ন অভিজ্ঞতার মুখোমুখি হলেন অভিনেত্রী রুনা খান। নতুন একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করছেন রুনা। নাম এখনো চূড়ান্ত না হলেও শুটিং শুরু হয়ে গেছে। তৌফিক এলাহী পরিচালিত এ চলচ্চিত্রের শুটিং হয়েছে দৌলতদিয়া যৌনপল্লিতে।

শুটিংয়ের সুবাদে এই প্রথম সেখানে যাওয়ার অভিজ্ঞতা হলো রুনা খানের। অভিনেত্রীর ভাষ্যে, এটি তাঁর জীবনের অনন্য অভিজ্ঞতা।

অভিনেত্রী রুনা খান রুনা খান বলছেন, ‘এর আগেও শুটিংয়ের জন্য সেখানে যাওয়ার কথা হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত ব্যাটে-বলে হয়নি। ৪ ফেব্রুয়ারি প্রথম গেলাম সেখানে। যেহেতু প্রথমবার গিয়েছি, ফলে আমার জন্য সবকিছুই নতুন।

ঘরের গায়ে ঘর লাগানো, ঘিঞ্জি বসবাস—এসবের মধ্যেও সেখানকার মানুষগুলো কী ভীষণ আন্তরিক! এই পৃথিবীর অংশ হয়েও এটা অন্য একটা পৃথিবী।’

অভিনেত্রী রুনা খানদৌলতদিয়া যৌনপল্লিতে শুটিংয়ে যাওয়ার পর সেখানকার মেয়েরা রুনা খানের সঙ্গে দেখা করতে এসেছেন, কেউ এসেছেন ছবি তুলতে। তাঁদের সঙ্গে গল্প, আড্ডায় সময়টা খুব ভালো কেটেছে রুনার। লোকেশন আর সেখানকার মানুষ রুনার ভেতরে নতুন উপলব্ধির জন্ম দিয়েছে। অভিনেত্রী বলেন, ‘ওদের ব্যবহারে মুগ্ধ হয়েছি।

অভিনেত্রী রুনা খানআমরা অনেক শিক্ষিত হয়েও, আধুনিক জীবনযাপন করেও, এত সুন্দর করে কথা বলতে অনেকেই জানি না। কিংবা কোন কথাটা বলা উচিত, কোনটা উচিত না, সেই বোধটা আমাদের অনেকের মধ্যে ওভাবে কাজ করে না। কারও সুন্দর কিছু আমরা প্রশংসার চোখে দেখতে পারি না। এ জায়গা থেকে ওরা ভীষণ খোলামনের।’

অভিনেত্রী রুনা খানরুনা নতুন যে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করছেন, তাতে তাঁর চরিত্রের নাম নীলা। পেশায় যৌনকর্মী। নীলার জীবন নিয়েই বোনা হয়েছে পুরো গল্প। তার জীবন, বেড়ে ওঠা, যৌনপল্লি থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা, তার আশ্রয়হীনতা—এসবই উঠে আসবে সিনেমার গল্পে।

অভিনেত্রী রুনা খান এর আগে রুনা যত সিনেমায় অভিনয় করেছেন—‘গহীন বালুচর’, ‘হালদা’ কিংবা ‘ছিটকিনি’—সবই জীবনঘনিষ্ঠ গল্প। বাস্তবতা থেকে উঠে আসা চরিত্র। নতুন সিনেমায়ও তেমন গল্প পাওয়া যাবে, জানালেন রুনা খান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সিলেটে পাথর লুটে জড়িত দুই দলের ৩৫ নেতা

আলাস্কা বৈঠকে পুতিনের দেহরক্ষীর হাতে ‘মলমূত্রবাহী স্যুটকেস’ কেন

সিলেটের ডিসি হলেন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শাস্তি পাওয়া সারওয়ার আলম

শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে ছাত্রদল নেতার পোস্ট, শোকজ পেয়ে নিলেন অব্যাহতি

আমরা দখল করি লঞ্চঘাট-বাসস্ট্যান্ড, জামায়াত করে বিশ্ববিদ্যালয়: আলতাফ হোসেন চৌধুরী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত