Ajker Patrika

মাসুদ আখন্দের নতুন সিনেমা

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৩, ১২: ৪১
মাসুদ আখন্দের নতুন সিনেমা

হুমায়ুন আহমেদের সঙ্গে দীর্ঘদিন কাজ করেছেন মাসুদ আখন্দ। বেশ কিছু নাটক ও সিনেমায় দেখা গেছে তাঁর অভিনয়। পরবর্তী সময়ে নির্মাতা হিসেবেও পরিচিতি পান মাসুদ। ২০১২ সালে ‘পিতা’ চলচ্চিত্র বানিয়ে প্রশংসিত হয়েছিলেন তিনি। সুইডেনপ্রবাসী এই নির্মাতা অনেক দিন পর আবার সিনেমা বানাচ্ছেন। নাম ‘স্লেভ কুইন’। এ সিনেমার জন্যই সম্প্রতি দেশে ফিরেছেন মাসুদ আখন্দ। রাজধানীর বিভিন্ন লোকেশনে ঘুরেফিরে ‘স্লেভ কুইন’-এর পাইলট শুটিং শেষ করেছেন তিনি।

মাসুদ আখন্দ বলেন, ‘ইউরোপ ও আমেরিকার কিছু কোম্পানি আমার এ সিনেমায় অর্থ বিনিয়োগ করবে। সে জন্য আপাতত পাইলট শুটিং করলাম। উদ্দেশ্য হচ্ছে, আমার কাজের ধরন কেমন হবে, সে সম্পর্কে ফাইন্যান্সারদের একটা ধারণা দেওয়া।’ বিনিয়োগ নিশ্চিত করে মাসুদ আখন্দ আবার দেশে আসবেন। তখন অভিনয়শিল্পী নির্বাচন, গ্রুমিং ও চূড়ান্ত শুটিং শেষ করবেন।

মাসুদ আখন্দ।  ছবি: সংগৃহীতমাসুদ আখন্দ বিশ্বাস করেন, বাংলাদেশের গল্পের একটা আন্তর্জাতিক বাজার রয়েছে। ঠিক যেমন রয়েছে বাংলাদেশের অনেক পণ্যের। এখানকার মানুষের জীবনযাপনের ভেতরে যে বৈচিত্র্যময় গল্প লুকিয়ে আছে, সেটা সিনেমায় তুলে আনতে পারলে বাংলা সিনেমা আন্তর্জাতিক স্তরে গ্রহণযোগ্যতা পাবে। তাঁর ‘স্লেভ কুইন’ও তৈরি হচ্ছে বাস্তব ঘটনা অবলম্বনে। রানি নামের ১২ বছর বয়সী এক মেয়ে, যে একসময় গার্মেন্টসে কাজ করত। কিন্তু শিশুশ্রম নিষেধ হওয়ার পর তার কাজটা চলে যায়। এরপর তার ঠাঁই হয় যৌনপল্লিতে। একসময় সেখান থেকে রানিকে উদ্ধার করতে এগিয়ে আসে দুই বিদেশি তরুণ-তরুণী—মোটাদাগে এটাই মাসুদ আখন্দের সিনেমার গল্প।

বাস্তব এ ঘটনা নিয়ে এর আগে ‘স্লেভ কুইন’ নামে একটি তথ্যচিত্রও বানিয়েছিলেন মাসুদ। বিভিন্ন উৎসবে সেটা প্রশংসিত হয়েছিল। সেই তথ্যচিত্রকে এবার ফিচার ফিল্মে রূপ দিতে চান তিনি। ‘স্লেভ কুইন’-এর পাইলট শুটিংয়ে মাসুদ আখন্দের সঙ্গে অংশ নিয়েছেন সুইডেনের খ্যাতনামা সিনেমাটোগ্রাফার নিকোলাস কার্পেটি ও লার্স জেমসন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কথিত গোয়েন্দা এনায়েতকে বিমানবন্দরে অভ্যর্থনা জানান এক পুলিশ কর্মকর্তা, প্রাডো গাড়িও দেন তাঁকে

৯ পুলিশ পরিদর্শক বাধ্যতামূলক অবসরে

গণবিক্ষোভ আতঙ্কে মোদি সরকার, ১৯৭৪-পরবর্তী সব আন্দোলন নিয়ে গবেষণার নির্দেশ

‎ডিভোর্সের পরও জোর করে রাতযাপন, বর্তমান স্বামীকে নিয়ে প্রাক্তন স্বামীকে হত্যা ‎

হতাশায় শেষ হচ্ছে ইলিশের মৌসুম, আসছে নিষেধাজ্ঞা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত