কারমেন হিখোসা: চামড়ার বিকল্প উদ্ভাবন করেছেন যে নারী
কোনো কোনো মানুষ ঘুমিয়ে নয়, জেগে স্বপ্ন দেখতে ভালোবাসেন এবং সেই স্বপ্নকে লালন করেন একান্ত মমতায়। সে রকম একজন মানুষ হলেন কারমেন হিখোসা, বয়স ৭০, স্পেনের নারী নাগরিক। একজন গবেষক, ডিজাইনার ও সফল উদ্যোক্তা। অধ্যবসায়,