Ajker Patrika

চুলের গোড়া মজবুত করে অ্যালোভেরা

আজকের পত্রিকা ডেস্ক
চুলের গোড়া মজবুত করে অ্যালোভেরা

পরামর্শ দিয়েছেন শারমিন কচি রূপবিশেষজ্ঞ ও বিন্দিয়া এক্সক্লুসিভ কেয়ারের স্বত্বাধিকারী

প্রশ্ন: চুলের গোড়া মজবুত এবং চুল ঝলমলে করতে কী ব্যবহার করা যায়?
তামান্না ই জান্নাত, কুষ্টিয়া

চুলের গোড়া মজবুত ও চুল ঝলমলে করতে অ্যালোভেরা জেলের তুলনা নেই। অ্যালোভেরা জেলের সঙ্গে একটু লেবুর রস মিশিয়ে চুলে লাগিয়ে ৩০ মিনিট রেখে চুল গোড়া থেকে আগা পর্যন্ত আঁচড়ে নিতে হবে। আঁচড়ে নেওয়ার ফলে প্যাকের পুষ্টি পুরো চুলে ছড়িয়ে পড়বে।

প্রশ্ন: আমি কাস্টমার কেয়ারে কাজ করি। সব সময় চুল স্টাইলিংয়ের ওপরই থাকে। হেয়ার স্প্রে, স্ট্রেইটনার, কার্লার ব্যবহার করতে হয়। খুব স্বাভাবিকভাবে চুল রুক্ষ হয়ে যাচ্ছে। চুলের মসৃণতার জন্য কী ব্যবহার করতে পারি? 
শাম্মী আক্তার, পাবনা

চুলের স্টাইল করতে গেলে স্প্রে, ড্রায়ার, আয়রন, ক্লিপ—এসব ব্যবহার করতেই হবে। আর শ্যাম্পু তো নিত্যসঙ্গী। তাই নিয়মিত চুলের যত্ন নিতে হবে। এ ক্ষেত্রে প্রথমেই পরিচ্ছন্নতার দিকে খেয়াল রাখতে জরুরি। নিয়মিত মাথার ত্বকে তেল ম্যাসাজ করতে হবে। সপ্তাহে ২ থেকে ৩ দিন নারকেল তেল ম্যাসাজ করতে হবে। একটা পেঁয়াজের রস ও ২ টেবিল চামচ মেথির গুঁড়া ভালোভাবে পেস্ট করে পুরো মাথায় আধা ঘণ্টা রেখে শ্যাম্পু করে নিতে হবে।

প্রশ্ন: আমার বয়স ২০ বছর। ইদানীং বেশি চুল পড়ে। তা ছাড়া চুল পেকে যাচ্ছে। কী কারণে এমন হতে পারে? কী করলে সমস্যা থেকে মুক্তি পেতে পারি?
আলতাব হোসেন, ঢাকা

আপনি চুলে মাসে দুবার প্রোটিন ট্রিটমেন্ট করান। সেই সঙ্গে ভিটামিন ‘ই’ ও ‘সি’ এক বেলা করে খাবেন তিন মাস। দেখবেন অনেকটা ঠিক হয়ে গেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত