ব্যস্ত মহাসড়কে নির্মাণসামগ্রী
কুমিল্লা-সিলেট মহাসড়কের দেবিদ্বারের অংশ সবচেয়ে ব্যস্ততম। এমনিতেই প্রতিদিন যানজট লেগে থাকে এ সড়কে। তার ওপর মহাসড়কের নানা জায়গা দখল করে পাথর, রড ও বালুসহ নির্মাণ সামগ্রী রাখা হয়েছে। ফলে যানজট বাড়ছে আরও। এতে চরম দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।