Ajker Patrika

আজ থেকে বাস-ট্রাক চলাচল বন্ধের ঘোষণা

কুমিল্লা প্রতিনিধি
আপডেট : ০৫ নভেম্বর ২০২১, ১৩: ৪২
আজ থেকে বাস-ট্রাক চলাচল বন্ধের ঘোষণা

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে আজ শুক্রবার ভোর ৬টা থেকে বাস-ট্রাক চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে কুমিল্লা জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপ। গতকাল বৃহস্পতিবার বিকেলে নগরীর কান্দিরপাড় রানীর বাজার সড়কের নাহার প্লাজায় পরিবহন মালিক সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, জ্বালানি তেলের দাম বাড়ায় বাস-ট্রাক চালু রাখতে চান না কুমিল্লার সাধারণ পরিবহন মালিকেরা। তাই কুমিল্লা থেকে সারা দেশে এসব যানবাহন অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হলো।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন কুমিল্লা জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি অধ্যক্ষ কবির আহম্মেদ, কার্যকরী সভাপতি মো. তাজুল ইসলাম, মহাসচিব আবদুর রব, অতিরিক্ত মহাসচিব মো. আলী মনসুর ফারুক প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত