Ajker Patrika

ব্রাহ্মণপাড়ায় অক্টোবরে ৫৬ জন গ্রেপ্তার

ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
আপডেট : ০৩ নভেম্বর ২০২১, ১৭: ২২
ব্রাহ্মণপাড়ায় অক্টোবরে ৫৬ জন গ্রেপ্তার

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় গত অক্টোবরে ৫৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই সময়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে ২১টি মামলায় ২২ জন ব্যক্তিকে আটক করা হয়েছে। এ সময় আনুমানিক ১৫ লাখ ৪৩ হাজার টাকার বিভিন্ন ধরনের মাদকদ্রব্য জব্দ করা হয়। ব্রাহ্মণপাড়া থানা-পুলিশ, ডিবি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে এসব জব্দ করেন। এ ছাড়া থানা-পুলিশ বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত আসামিসহ ৩৪ জনকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠিয়েছে।

থানা সূত্রে জানা গেছে, গত অক্টোবর মাসে উপজেলার সীমান্তবর্তী এলাকাসহ বিভিন্ন এলাকায় থানা-পুলিশ, ডিবি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও বিজিবি সদস্যরা বিভিন্ন সময়ে অভিযান পরিচালনা করে ২২ জন মাদক ব্যবসায়ীকে আটক করে জেল–হাজতে পাঠিয়েছেন। এ সময় তাঁদের কাছ থেকে ৫৫ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ৪৪৬ বোতল ফেনসিডিল, ২৪৪২টি ইয়াবা বড়ি, ৬৩ বোতল স্ক্যাফ সিরাপ ও বিদেশি ২৩ বোতল মদ জব্দ করেছেন। যার বাজার মূল্য ১৫ লাখ ৪৩ হাজার টাকা।

এ ছাড়া পুলিশ মাদকসহ বিভিন্ন মামলায় বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত পলাতক আসামি ৫ জন, পরোয়ানাভুক্ত ২১ জন ও নিয়মিত মামলায় আরও ৮ জনকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠায়।

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপ্পেলা রাজু নাহার বলেন, এ অভিযান আরও কঠোরভাবে পরিচালনা করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

অস্থিরতার সামান্য ইঙ্গিত পেলেই আমরা চলে যাব

জি এম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা ও মামলা প্রত্যাহার

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত