Ajker Patrika

৩৬০ নমুনায় এক জনের শরীরে করোনা শনাক্ত

কুমিল্লা প্রতিনিধি
আপডেট : ০৪ নভেম্বর ২০২১, ১৪: ২৮
৩৬০ নমুনায়  এক জনের শরীরে করোনা শনাক্ত

কুমিল্লায় একজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গত মঙ্গলবার বিকেল ৫টা থেকে বুধবার বিকেল ৫টা পর্যন্ত সময়ে সুস্থ হয়েছেন আরও চারজন।

এ সময় ৩৬০ জনের করোনা পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে। শনাক্তের হার শূন্য দশমিক ৩ শতাংশ। গতকাল বুধবার বিকেলে এ তথ্য জানায় কুমিল্লা জেলা সিভিল সার্জন কার্যালয়।

সর্বশেষ তথ্য অনুযায়ী, এ পর্যন্ত কুমিল্লায় পরীক্ষার জন্য ১ লাখ ৮৭ হাজার ৭৯৫ জনের নমুনা পাঠানো হয়েছে। রিপোর্ট এসেছে ১ লাখ ৮৬ হাজার ৮৭১ জনের।

এর মধ্যে ৩৯ হাজার ৩৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সুস্থ হয়েছেন ৩৭ হাজার ৪৪৯ জন। মারা গেছেন ৯৫২ জন।

এ ছাড়া বিদেশগামী ২৯০ জনের করোনা ভাইরাস পরীক্ষা করা হয়। এর মধ্যে কারও শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত