জাপানি দুই শিশুর অভিভাবক মা, বাবার মামলা খারিজ
জাপানি দুই শিশু জেসমিন মালিকা ও লাইলা লিনার অভিভাবক হিসেবে মা নাকানো এরিকোকেই চূড়ান্ত ঘোষণা করে রায় দিয়েছেন আদালত। ঢাকার ১২ নম্বর পারিবারিক আদালতের বিচারক দুরদানা রহমান আজ রোববার এই রায় ঘোষণা করেন। এ ছাড়া এই দুই শিশুর বাবা ইমরান শরীফ যে মামলা করেছিলেন, তা খারিজ করে দেন আদালত।