Ajker Patrika

এই সরকারের আমলেই পিতা হত্যার বিচার পাবেন, আশা ক্রীড়া প্রতিমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৯ জানুয়ারি ২০২৩, ১৫: ৫০
এই সরকারের আমলেই পিতা হত্যার বিচার পাবেন, আশা ক্রীড়া প্রতিমন্ত্রীর

বর্তমান আওয়ামী লীগ সরকারের আমলেই পিতা হত্যার বিচার পাবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। আজ বৃহস্পতিবার সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান প্রতিমন্ত্রী।

এ সময় সাংবাদিকের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী তাঁর পিতা ও সাবেক এমপি আহসান উল্লাহ মাস্টারের হত্যাকাণ্ডের বিস্তারিত তুলে ধরেন এবং দ্রুত বিচার নিষ্পত্তির আশা প্রকাশ করে বলেন, ‘আশা করছি আমার পিতা হত্যা মামলার চূড়ান্ত নিষ্পত্তি ও হত্যাকারীদের দণ্ড বর্তমান সরকারের আমলেই কার্যকর হবে। আমি ও আমার পরিবার এ মামলার চূড়ান্ত নিষ্পত্তি দেখে সান্ত্বনা পাব। সন্তান হিসেবে আমিও এই আশা করছি।’ 

বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) এই অনুষ্ঠানের আয়োজন করে। বিএসআরএফের সভাপতি তপন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ওয়ালটনের সিনিয়র নির্বাহী পরিচালক এফ এম ইকবাল বিন আনোয়ার। আরও বক্তব্য রাখেন বিএসআরএফের সহসভাপতি মোতাহার হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মাসউদুল হক। 

অনুষ্ঠানে ক্রীড়া প্রতিমন্ত্রী তাঁর মন্ত্রণালয়ের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম তুলে ধরেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত