Ajker Patrika

রায়ের আগে মাকে আঁকড়ে ধরে কাঁদছিল জেসমিন

অর্চি হক, ঢাকা
আপডেট : ২৯ জানুয়ারি ২০২৩, ২২: ৪৫
রায়ের আগে মাকে আঁকড়ে ধরে কাঁদছিল জেসমিন

আজ রোববার বিকেল সাড়ে ৩ টা। পুরান ঢাকার জেলা ও দায়রা জজ আদালতের নতুন ভবনে পারিবারিক আদালতের প্রবেশপথে আজ বিকেলে সারি সারি টিভি ক্যামেরা। সেই সঙ্গে সাংবাদিক আর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ভিড়। কোর্ট পাড়ায় নিয়মিত যাদের আনাগোনা, তাদের অনেকেই প্রশ্ন করছিলেন, এত ক্যামেরা কেন? আজ কি বড় কোনো মামলার রায়? ভিড়ের মধ্যে থেকেই উত্তর বেরিয়ে আসছিল, ‘জাপানি মায়ের মামলার রায় আজ।’ 

দুই মেয়েকে নিজেদের হেফাজতে নিতে জাপানি মা নাকানো এরিকোর সঙ্গে বাংলাদেশি বাবা ইমরান শরীফের আইনি লড়াই। দেড় বছর ধরে চলছে মামলা। শিশুদের ফিরে পেতে ভিনদেশি মায়ের নানা বাঁক বদলের এমন মামলা এর আগে দেখেনি দেশ। পারিবারিক আদালত চত্ত্বরজুড়ে তাই উপচে পড়া ভিড়। 

নিম্ন আদালতের আইনজীবী রুহুল আমীন বলেন, ‘এত বছর হলো, কোর্টে আসি। পারিবারিক আদালতে এত ভিড় দেখি নাই।’ 

বিকেল সাড়ে তিনটার পরপরই ১২তম পারিবারিক আদালত কক্ষে এসে পৌঁছান নাকানো এরিকো। সঙ্গে বড় মেয়ে জেসমিন মালিকা আর দোভাষী নাসরিন নাহার। আইনজীবী আর সাংবাদিকদের ভিড়ে ছোট আদালত কক্ষে তখন তিল ধারণেরও যেন ঠাঁই নেই। ১২ বছরের জেসমিন মাকে আঁকড়ে ধরে কেঁদেই যাচ্ছিল। চোখে-মুখে তার আতঙ্ক। আর মা ওর চোখ মোছাতে মোছাতে বারবার শুধু বলছিলেন, ‘ভয় পেও না। আমাদেরই জয় হবে।’ 

বিকেল ৩টা বেজে ৫৭ মিনিটে এজলাসে ওঠেন বিচারক দুরদানা রহমান। তিনি জানান, এত মানুষের ভিড়ে সম্পূর্ণ রায় পড়ে শোনানো মুশকিল। রায়ের কপি সংশ্লিষ্টরা পেয়ে যাবেন। দুই পক্ষের যুক্তিতর্ক ও উপস্থাপিত সমস্ত কাগজপত্র বিচার বিশ্লেষণ করে তিনি বাদী ইমরান শরীফের মামলা খারিজ করে দেন। এই রায় ঘোষণার সঙ্গে সঙ্গে নাকানো এরিকোর আইনজীবী শিশির মুনির তাদের বলেন, ‘আমরা মামলা জিতে গেছি।’ মা-মেয়ে দুজনের চোখেই তখন আনন্দাশ্রু। 

আদালত কক্ষ থেকে বের হয়ে নাকানো এরিকো সাংবাদিকদের বলেন, ‘দীর্ঘ সময় ধরে আমরা লড়াই করে এসেছি ৷ মেয়েদের ফিরে পাওয়ার প্রতীক্ষায় দেড় বছর ধরে আমি বাংলাদেশে। এ দেশের বিচার ব্যবস্থার আমি প্রশংসা করি।’ 

নাকানো এরিকো রায় ঘোষণার সময় আদালত কক্ষে থাকলেও ইমরান শরীফকে দেখা যায়নি। মুঠোফোনে তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আমি আদালত এলাকায় ছিলাম। অবশ্যই আমি আপিল করবো।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমি যে মাপের লোক, আমারে সে মাপের অস্ত্র দিয়া ফাঁসাইতি’

দাম্পত্য কলহের গুঞ্জন, মুখ খুললেন জাহিদ হাসান

অবশেষে ইকবালের পরিবারমুক্ত হলো প্রিমিয়ার ব্যাংক

‘হেল্প, হেল্প’ বলে চিৎকার—শিক্ষক এগিয়ে যেতেই গলায় ছুরি চালাল কিশোরী

‘আপত্তিকর’ ভিডিও: বিএফআইইউ প্রধান শাহীনুলকে বাধ্যতামূলক ছুটিতে পাঠালেন গভর্নর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত