সড়কে চলাচলকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হাইকোর্টের রুল
সড়কে চলাচলকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। সেই সঙ্গে গত ১৯ মার্চ মাদারীপুর শিবচরের কুতুবপুরে সড়ক দুর্ঘটনায় ১৯ জনের মৃত্যুর ঘটনায় ক্ষতিগ্রস্তদের পর্যাপ্ত ক্ষতিপূরণ দিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে রুলে।