Ajker Patrika

সড়কে চলাচলকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হাইকোর্টের রুল 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সড়কে চলাচলকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হাইকোর্টের রুল 

সড়কে চলাচলকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। সেই সঙ্গে গত ১৯ মার্চ মাদারীপুর শিবচরের কুতুবপুরে সড়ক দুর্ঘটনায় ১৯ জনের মৃত্যুর ঘটনায় ক্ষতিগ্রস্তদের পর্যাপ্ত ক্ষতিপূরণ দিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে রুলে। এ ছাড়া রাস্তায় চলাচল করা গাড়ির ফিটনেস, লাইসেন্স ও চালকের লাইসেন্স নিশ্চিত করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তাও জানতে চেয়েছেন আদালত। 

জনস্বার্থে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) দায়ের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বুধবার বিচারপতি কেএম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। 

সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব, স্বরাষ্ট্রসচিব, অর্থ সচিব, স্বাস্থ্য সচিব, মাদারীপুরের জেলা প্রশাসক ও পুলিশ সুপার, বিআরটিএর চেয়ারম্যান, ইমাদ পরিবহনের এমডিসহ সংশ্লিষ্টদের আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। 

ইমাদ পরিবহনের বাসটি গত ১৯ মার্চ ভোর সাড়ে ৪টায় খুলনা থেকে ঢাকার উদ্দেশে রওয়ানা দেয়। এরপর পদ্মা সেতুর আগে শিবচরের কুতুবপুর এলাকায় এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং ভেঙে নিচে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান বাসের ১৪ যাত্রী। হাসপাতালে নেওয়ার পর মারা যায় আরও ৫ জন। ১৯ জন নিহত ছাড়াও আহত হন ২৭ জন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাহজালালে তৃতীয় টার্মিনাল চালুতে বাধা, রাজস্ব ভাগাভাগি নিয়ে টানাপোড়েন

বৈপ্লবিক পরিবর্তন করার সুযোগ হাতছাড়া হয়ে গেছে

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

ঝুঁকিপূর্ণ সম্পদ নিয়ে হাবুডুবু খাচ্ছে এবি ব্যাংক

রাশিয়া খুবই বড় শক্তি, চুক্তি ছাড়া ইউক্রেনের কোনো গতি নেই: ট্রাম্প

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত