Ajker Patrika

শ্রম আইন লঙ্ঘনের অভিযোগ: ড. ইউনূসের মামলার বিষয়ে সিদ্ধান্ত ৮ মে 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
শ্রম আইন লঙ্ঘনের অভিযোগ: ড. ইউনূসের মামলার বিষয়ে সিদ্ধান্ত ৮ মে 

শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে করা মামলা বাতিলের আবেদন খারিজের বিরুদ্ধে ড. মুহাম্মদ ইউনূসের করা লিভ টু আপিলের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আদেশের জন্য আগামী ৮ মে দিন ধার্য করেছেন আপিল বিভাগ। আজ সোমবার শুনানি শেষে বিচারপতি মো. নূরুজ্জামানের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ আদেশের জন্য এই দিন ধার্য করেন। 

গত বছরের ১৭ আগস্ট হাইকোর্ট মামলা বাতিলে গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ড. ইউনূসের আবেদনের পরিপ্রেক্ষিতে জারি করা রুল খারিজ করে রায় দেন। এরপর তিনি আপিল বিভাগে লিভ টু আপিল করেন।

২০২১ সালের ৯ সেপ্টেম্বর ঢাকার তৃতীয় শ্রম আদালতে কল–কারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তর ড. ইউনূসসহ চারজনের বিরুদ্ধে মামলা করে। ইউনূস ছাড়াও এমডি মো. আশরাফুল হাসান, পরিচালক নুরজাহান বেগম ও মো. শাহজাহানকে মামলায় বিবাদী করা হয়।

পরে ওই মামলার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেন ইউনূস। হাইকোর্ট মামলার কার্যক্রম স্থগিত করে রুল দিয়েছিলেন। শুনানি শেষে গত বছরের ১৭ আগস্ট রায় দেন হাইকোর্ট। রায়ে রুল খারিজ করা হয়। 

আদালতে ড. ইউনূসের পক্ষে ছিলেন আইনজীবী আব্দুল্লাহ আল মামুন। আর কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের পক্ষে ছিলেন আইনজীবী মো. খুরশীদ আলম খান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাহজালালে তৃতীয় টার্মিনাল চালুতে বাধা, রাজস্ব ভাগাভাগি নিয়ে টানাপোড়েন

বৈপ্লবিক পরিবর্তন করার সুযোগ হাতছাড়া হয়ে গেছে

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

ঝুঁকিপূর্ণ সম্পদ নিয়ে হাবুডুবু খাচ্ছে এবি ব্যাংক

রাশিয়া খুবই বড় শক্তি, চুক্তি ছাড়া ইউক্রেনের কোনো গতি নেই: ট্রাম্প

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত