সবার আগে ঈদের দিন নিশ্চিত করল অস্ট্রেলিয়া
সবার আগে শাওয়াল মাসের চাঁদের দেখা পেতে যাচ্ছে অস্ট্রেলিয়া। আজ সোমবার আমিরাত-ভিত্তিক গালফ নিউজ এই খবর জানিয়েছে। চাঁদ দেখার সাপেক্ষে স্থানীয় সময় অনুযায়ী, আগামী বুধবার অস্ট্রেলিয়ায় ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে বলে অফিশিয়ালি জানিয়েছে দেশটি।
ক্যাটা: বিশ্ব---এশিয়া