
অস্ট্রেলিয়া-ভারত টেস্ট সিরিজে আবারও আলোচনায় এলেন শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। মেলবোর্নে অস্ট্রেলিয়া-ভারত সিরিজের চতুর্থ টেস্টে তাঁর দুটি সিদ্ধান্ত গেছে দুই দলের পক্ষেই। যার মধ্যে আজ পঞ্চম দিনে সৈকত ভারতের যশস্বী জয়সওয়ালের আউটের এক কঠিন সিদ্ধান্ত দিয়েছেন। এমন ঘটনায় ক্ষোভ ঝেরেছেন জয়সওয়াল।

নাথান লায়ন এলবিডব্লিউর আবেদন করতেই আম্পায়ার আঙুল তুলে দিয়েছেন। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) তখন দেখা গেছে উচ্ছ্বাস। মোহাম্মদ সিরাজ রিভিউ নিলেও সেটা শুধু অস্ট্রেলিয়ার অপেক্ষাই বাড়িয়েছে। সিরাজ আউট হতেই অস্ট্রেলিয়া পায় ১৮৪ রানের বিশাল জয়।
বিরাট কোহলি যেন ‘খাল কেটে কুমির’ এনেছেন। এমনিতেই প্রতিপক্ষের ক্রিকেটারদের কত যে তাতিয়ে দিয়েছেন, তার ইয়ত্তা নেই। তবে স্যাম কনস্টাসকে ধাক্কামারার ঘটনা যে ছাড়িয়ে গেছে সব কিছুকেই। সমালোচনা তো হচ্ছেই, এমনকি ব্যক্তিগতভাবে কোহলির ওপর করা হচ্ছে আক্রমণ।

ভারতকে জিততে হলে করতে হবে রেকর্ড। কারণ, মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) ৩৩২ রানের বেশি লক্ষ্য তাড়া করে কেউ জিততে পারেনি। অস্ট্রেলিয়া-ভারত চতুর্থ টেস্টের ফল যা-ই হোক, তার আগেই রেকর্ড বইয়ে নাম উঠে এসেছে। ৮৭ বছরের পুরোনো রেকর্ড ভেঙে দিয়েছে এমসিজিতে চলমান বক্সিং ডে টেস্ট।